Aparajita Adhya: রবীন্দ্রনাথ ও নজরুলের দর্শন-ভাবনাকে নৃত্যরূপে মঞ্চে পরিবেশনা অপরাজিতা আঢ্য ও তাঁর দলের
আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এখনও বাঙালি জীবনে কবিপক্ষের রেশও কাটেনি। কিছুদিন আগেই পেরিয়ে গিয়েছে ২৫ বৈশাখ। এবার বাঙালির দুই প্রিয় কবির ভাবনা নৃত্যের মাধ্যমে মঞ্চে তুলে ধরলেন অপরাজিতা আঢ্য ও তাঁর নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাঙালির এই দুই প্রিয় কবির ভাবনা, তাঁদের দর্শন ও মনন নৃত্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন অপরাজিতা আঢ্য ও তাঁর নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র 'শিল্পী আর্ট দে রিদিম'-এর ছাত্রছাত্রী বৃন্দ।
গতকাল, শুক্রবার বেহালা শরৎ সদনে 'রবি কিরণে নজরুলের দোলা' শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অপরাজিতা আঢ্যর নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা।
নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অপরাজিতা স্বয়ং ও মালা সেন। নৃত্যের বিশেষ পরিবেশনায় ছিলেন আরও এক অভিনেত্রী, অপরাজিতার বর্তমান ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়।
দীর্ঘদিন ধরেই অভিনয়ের পাশাপাশি নৃত্য প্রশিক্ষণে মন দিয়েছেন অপরাজিতা। তাঁর সোশ্যাল মিডিয়া খুললেও প্রায়ই নানা ধরনের নৃত্য পরিবেশনায় মগ্ন দেখা যায় তাঁকে।
মানসী সিন্হা পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত 'এটা আমাদের গল্প' ছবিতে তাঁর অভিনয় দেখে আরও একবার আপ্লুত দর্শকমহল।
সেই আবহেই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র নজরুল মননের মিলন এমন বর্ণময়ভাবে তুলে ধরলেন অপরাজিতা, যা তাঁর শিল্পভাবনার আরও এক অন্য দিগন্ত মানুষের সামনে এনে দিল।
অনুষ্ঠানের বিষয়ে অপরাজিতা বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এঁরা তো শুধু আমাদের বাঙালি জীবনের অঙ্গ নন। তাঁরা জীবনের সমার্থক। যখনই আমি রবি ঠাকুর বা বিদ্রোহী কবিকে নিয়ে কাজ করি, তাঁদের সৃষ্ট সাহিত্য পড়ি, একটা অন্যরকম অনুপ্রেরণা পাই; সেখান থেকেই এই অনুষ্ঠানের কথা ভাবা।'
'তবে আমাদের ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা, একটানা দীর্ঘ সময় ধরে রিহার্সাল করার ধৈর্য্য, আর মালা বা ইপ্সিতার মতো মানুষদের পাশে না পেলে, এই পরিবেশনা যে এতটা সফল হত না সে বিষয়ে আমি নিশ্চিত।'
'এই সাফল্যের আনন্দ আমাদের সকলের। সকলের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পারলে যে ভবিষ্যতে আরও অনেক সফল প্রযোজনা আমরা উপস্থাপনা করতে পারব, সে বিষয়ে আমি খুবই আশাবাদী।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -