Aparna Sen: মাত্র ১৬ বছর বয়সে অভিনয় শুরু অপর্ণা সেনের, কীভাবে এলেন পরিচালনায় ?
বাবা ছিলেন চলচ্চিত্র সমালোচক। আর তিনিও এলেন বটবৃক্ষ হয়ে সেই পথ ধরেই বাংলা ছবিতে । তিনি আর কেউ নন অপর্ণা সেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যদিকে অপর্ণা সেনের মা ছিলেন বাংলার অন্যতম খ্যাতনামা কবি জীবনানন্দ দাশের ভাইয়ের মেয়ে।
বলার অপেক্ষা রাখেনা তার পড়াশোনা,চিন্তাভাবনা এবং সৃষ্টিশীলতা নিয়ে। তবে প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ে পড়েও, ডিগ্রি নেননি তিনি।
মাত্র ১৬ বছর বয়সেই সত্যজিৎ রায় পরিচালিত 'তিন কন্যা' ছবিতে অভিনয় করে কেরিয়ার শুরু করেন।
১৯৬১ সালের ঠিক ৯ বছর পর ১৯৭০ সালে তিনি অভিনয় করে সত্যজিৎ রায়ের আরও একটি বিখ্যাত ছবিতে। ছবির নাম,'অরণ্যের দিনরাত্রি।'
আর এরপরে ফিরে তাকাতে হয়নি অপর্ণা সেনকে। কারণ এর তিন বছর পরেই ১৯৭৩ সালে অপর্ণা সেনের অভিনীত 'বসন্ত বিলাপ' সুপার ডুপার হিট হয়।
বাংলা ছবিতে স্বর্ণযুগে অভিনয় করার পাশাপাশি একদিন তিনিই যে ছবি পরিচালনায় নামবেন এবং অবাক করে দেবেন সবাইকে, তা কেউ ভাবেনি।
'৩৬ চৌরঙ্গি লেন', 'পরমা' ছবি তৈরির মধ্য়ে দিয়ে তিনি মানুষের মনে দাগ কাটলেন। বলা যায় এক অন্যধারার বাংলার ছবির সঙ্গে পরিচয় করালেন তিনি ।
তাঁর পরিচালিত ছবিগুলির মধ্যে অন্যতম 'ইতি মৃণালিনী।' যেখানে তিনি এবং তাঁর মেয়ে কঙ্কনা সেনশর্মা অভিনয় করেছিলেন।
অপরদিকে, হিন্দি ছবির জগতেও তাঁর অবদান রয়েছে। ছবির নাম 'দ্য রেপিস্ট।' যার শ্যুটিং হয়েছে মূলত দিল্লি ও মুম্বই মিলিয়ে। যেখানে অর্জুন রামপাল এবং কঙ্কনা সেনশর্মাকে নিয়ে গল্প বুনেছেন পরিচালক।
তবে একাধিকবার তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসার ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছিলেন অপর্ণা সেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -