Arbaaz-Sshura: বিমানবন্দরে ফ্রেমবন্দি , মধুচন্দ্রিমায় চললেন আরবাজ-সুরা ?

Arbaaz Khan and Sshura Khan: এক সপ্তাহ হল বিয়ে করেছেন অভিনেতা আরবাজ খান এবং রূপসজ্জাশিল্পী সুরা খান। বিয়ের পরে সে ভাবে ক্যামেরার সামনে দেখা যায়নি নবদম্পতিকে। প্রথম বিমানবন্দরে ক্যামেরাবন্দি দুজনে।

ছবি- নিজস্ব

1/10
গত ২৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান (Arbaz Khan) ও সুরা। তাঁদের বিয়ের অনুষ্ঠানের হাজির হয়েছিলেন আত্মীয়-বন্ধুবান্ধব থেকে শুরু করে বলিউডের একাধিক তাবড় শিল্পীরা (Bollywood Actors)। ছবি- নিজস্ব
2/10
যাঁর সঙ্গে নতুন জীবন শুরু করলেন আরবাজ, তিনি সুরা খান। বলিউডের অভিনেত্রী না হলেও, তিনি যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গেই। পেশায় মেকআপ আর্টিস্ট। ছবি- নিজস্ব
3/10
ছিমছাম আয়োজনে, ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের সঙ্গী করে প্রেমিকা সুরা খানকে বিয়ে করলেন আরবাজ। মুম্বইতেই বসেছিল তাঁদের বিয়ের আসর। বর ও নববধূ সেজেছিলেন প্যাস্টেল শেডের ফ্লোরাল পোশাকে। ছবি- নিজস্ব
4/10
তবে বিয়ের পরে সে ভাবে ক্যামেরার সামনে দেখা যায়নি নবদম্পতিকে। সম্প্রতি বিমানবন্দরের বাইরে দেখা গেল আরবাজ এবং সুরাকে। ছবি- নিজস্ব
5/10
ক্যামেরাম্যানদের দেখেই মুখ লুকোচ্ছিলেন নতুন বৌ। তবে আরবাজ দাঁড়িয়ে ছবি তুললেন। কিন্তু তাঁর স্ত্রীর মুখ অর্ধেক ঢাকা ছিল টুপিতে। অন্দরের খবর, মধুচন্দ্রিমা করতে গিয়েছেন তাঁরা। ছবি- নিজস্ব
6/10
বছরশেষে বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীই বেরিয়ে পড়েছেন ভ্রমণে। প্রায় কেউই শহরে নেই। এবার সেই ভিড়েই উড়ে যাবেন আরবাজ-সুরা। ছবি- নিজস্ব
7/10
তবে ঠিক কোথায় যাচ্ছেন তাঁরা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। অনেকেই মনে করছেন বিয়ের পর মধুচন্দ্রিমা সারতেই বেরিয়ে পড়েছেন আরবাজ-সুরা। ছবি- নিজস্ব
8/10
বিয়ের দিন স্ত্রী'র উদ্দেশ্যে 'দবং' (Dabang)-এর রোমান্টিক ট্র্যাক 'তেরে মস্ত মস্ত দো নয়ন' গাইতে দেখা যায় অভিনেতাকে। একহাতে মাইক ও একহাতে ফোন নিয়ে হাসি মুখে গান গান আরবাজ। ছবি- নিজস্ব
9/10
সেইমুহূর্তই ক্যামেরাবন্দি করেন অনুষ্ঠানে আসা কোনও এক অতিথি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে (Instagram Profile) সেই ভিডিয়ো শেয়ার করেছেন তিনি, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। ছবি- নিজস্ব
10/10
উল্লেখ্য অভিনয় জগতে যখন সদ্য সদ্য পা রেখেছেন, সেই সময়ই নয়ের দশকে মালাইকা আরোরার প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০০২ সালে জন্ম নেয় তাঁদের ছেলে আরহান। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যে ছেদ পড়ে ২০১৬ সালে। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদে পড়ে আইনি সিলমোহর। ছবি- নিজস্ব
Sponsored Links by Taboola