Arijit Singh: গাড়ি নয়, পছন্দ ট্রেনে-বাসে সফর.. জিয়াগঞ্জে ফিরলেই অচেনা অরিজিৎ
তিনি বলিউডের প্রথম সারির সঙ্গীতশিল্পী। বাঙালি এই শিল্পী প্রথম খ্যাতির দুনিয়ায় পা রেখেছিলেন 'হাই স্কুল মিউজিক্যাল ২' (High School Musical 2)-এর হাত ধরে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডের শীর্ষে ওঠার পথটাও নেহাৎ সহজ ছিল না তাঁর জন্য। দীর্ঘ প্রচেষ্টা.. নিজেকে ঘষামাজা আর দাঁতে দাঁত চেপে চেষ্টাই তাঁকে এনে দিয়েছে সাফল্য। তিনি অরিজিৎ সিংহ (Arijit Singh)।
অরিজিতের গলা প্রথম শোনা গিয়েছিল 'হাই স্কুল মিউজিক্যাল ২'-তে। শঙ্কর এহসান-লয় (Shankar-Ehsaan-Loy) -এর কম্পোজ করা একটি গান গেয়েছিলেন তিনি।
এর আগে অবশ্য গানের রিয়্যালিটি শো-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। তখনই হয়তো দর্শকের কানে লেগে গিয়েছিল তাঁর গলার মাদকতা। এরপরেও অবশ্য মসৃণ ছিল না অরিজিতের সফর।
যথেষ্ট ভাঙাগড়ার মধ্যে দিয়েই যেতে হয়েছে তাঁকে। 'মার্ডার ২' (Murder 2) ছবিতে তাঁর গলায়, 'দিল সামাল যা জরা.. ফির মোহব্বত করনে চলা হ্যায় তু' -তে 'দিল' সামলাতে পারেননি অনেকেই। সেটাই ছিল অরিজিৎ সিংহের বলিউড ডেবিউ।
এরপরে অবশ্য বলিউড ফেরায়নি এমন এক বাঙালি প্রতিভাকে। যেখানেই সুযোগ পেয়েছেন অরিজিৎ, প্রমাণ করে দিয়েছেন তিনিই সেখানে সেরা। তাঁর গলার মাদকতায় ভেসেছে সবাই।
তবে এক তো গেল সঙ্গীত প্রতিভার কথা। মঞ্চ, মাইক, স্টুডিওর বাইরেও অবাক মানুষ অরিজিৎ। এক্কেবারে মাটির কাছাকাছি জীবনযাপন করতে ভালবাসেন তিনি।
গানের পাশাপাশি, ক্যামেরার কাজ, সাইক্লিং করতে ভালবাসেন অরিজিৎ। গল্পের বইও তাঁর ভীষণ প্রিয়।
নিজের গাড়িতে নয়, সাধারণ যানবাহনে সফর করা অরিজিতের প্রিয়। তবে স্টারডমের প্রভাবে সবসময় হয়ে ওঠে না সেই সুযোগ। নিজের বাড়ির পাড়ায় থাকলেই অরিজিৎ বেরিয়ে পড়েন নিজের স্কুটি নিয়ে।
তখন তাঁকে মনে হয় এক্কেবারে পাড়ার ছেলে। সাদামাটা পোশাকে, সাধারণ জীবনযাপন করা অরিজিৎকে দেখলে মনেই হবে না তিনি বলিউডের অন্যতম সেরা গায়ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -