Arijit Singh: গাড়ি নয়, পছন্দ ট্রেনে-বাসে সফর.. জিয়াগঞ্জে ফিরলেই অচেনা অরিজিৎ
Arijit Singhs Life Style: গানের রিয়্যালিটি শো-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। তখনই হয়তো দর্শকের কানে লেগে গিয়েছিল তাঁর গলার মাদকতা
একসময় অবসর পেতেন না চুল-দাড়ি কাটারও, গান ছাড়া, ক্যামেরার কাজেও দক্ষ অরিজিৎ!
1/10
তিনি বলিউডের প্রথম সারির সঙ্গীতশিল্পী। বাঙালি এই শিল্পী প্রথম খ্যাতির দুনিয়ায় পা রেখেছিলেন 'হাই স্কুল মিউজিক্যাল ২' (High School Musical 2)-এর হাত ধরে
2/10
বলিউডের শীর্ষে ওঠার পথটাও নেহাৎ সহজ ছিল না তাঁর জন্য। দীর্ঘ প্রচেষ্টা.. নিজেকে ঘষামাজা আর দাঁতে দাঁত চেপে চেষ্টাই তাঁকে এনে দিয়েছে সাফল্য। তিনি অরিজিৎ সিংহ (Arijit Singh)।
3/10
অরিজিতের গলা প্রথম শোনা গিয়েছিল 'হাই স্কুল মিউজিক্যাল ২'-তে। শঙ্কর এহসান-লয় (Shankar-Ehsaan-Loy) -এর কম্পোজ করা একটি গান গেয়েছিলেন তিনি।
4/10
এর আগে অবশ্য গানের রিয়্যালিটি শো-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। তখনই হয়তো দর্শকের কানে লেগে গিয়েছিল তাঁর গলার মাদকতা। এরপরেও অবশ্য মসৃণ ছিল না অরিজিতের সফর।
5/10
যথেষ্ট ভাঙাগড়ার মধ্যে দিয়েই যেতে হয়েছে তাঁকে। 'মার্ডার ২' (Murder 2) ছবিতে তাঁর গলায়, 'দিল সামাল যা জরা.. ফির মোহব্বত করনে চলা হ্যায় তু' -তে 'দিল' সামলাতে পারেননি অনেকেই। সেটাই ছিল অরিজিৎ সিংহের বলিউড ডেবিউ।
6/10
এরপরে অবশ্য বলিউড ফেরায়নি এমন এক বাঙালি প্রতিভাকে। যেখানেই সুযোগ পেয়েছেন অরিজিৎ, প্রমাণ করে দিয়েছেন তিনিই সেখানে সেরা। তাঁর গলার মাদকতায় ভেসেছে সবাই।
7/10
তবে এক তো গেল সঙ্গীত প্রতিভার কথা। মঞ্চ, মাইক, স্টুডিওর বাইরেও অবাক মানুষ অরিজিৎ। এক্কেবারে মাটির কাছাকাছি জীবনযাপন করতে ভালবাসেন তিনি।
8/10
গানের পাশাপাশি, ক্যামেরার কাজ, সাইক্লিং করতে ভালবাসেন অরিজিৎ। গল্পের বইও তাঁর ভীষণ প্রিয়।
9/10
নিজের গাড়িতে নয়, সাধারণ যানবাহনে সফর করা অরিজিতের প্রিয়। তবে স্টারডমের প্রভাবে সবসময় হয়ে ওঠে না সেই সুযোগ। নিজের বাড়ির পাড়ায় থাকলেই অরিজিৎ বেরিয়ে পড়েন নিজের স্কুটি নিয়ে।
10/10
তখন তাঁকে মনে হয় এক্কেবারে পাড়ার ছেলে। সাদামাটা পোশাকে, সাধারণ জীবনযাপন করা অরিজিৎকে দেখলে মনেই হবে না তিনি বলিউডের অন্যতম সেরা গায়ক।
Published at : 16 Dec 2023 04:58 PM (IST)