Arijit Singh Birthday: অরিজিৎ-র গানে বারবার সফর অনুরাগীদের, কেমন ছিল ক্যারিয়ারের শুরুটা ?
তার গানে ডুববে, নাকি জীবনধারায় ? আজও অনুরাগীরা জানেন না। এখনও তামাম ভারতবর্ষ ভোলেনি, তার সেই 'ফেম গুরুকুল' রিয়েলিটি শোয়ের কথা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি ফিল্ম ফেস্টিভ্যালে তার গান গাওয়ার পরে, রাজনৈতিক রঙকে কেন্দ্র করে বিতর্কের ঝড়।
এদিকে বিতর্কিত প্রশ্নেও, তার সহজ হাসি অনেক উত্তর দিয়ে যায়। যার এত বড় ফ্যান ফলোয়িং, লাইভ কনসার্টে যাকে দেখে চোখে ভিজে যায় অনেকেরই।
অনেকেই নতুন করে বাঁচার অর্থ খুঁজে পান, তার গান শুনে। এদিকে, যাকে নিয়ে এত হইচই, আলোর রোশনাই, আর তিনি যে কাজের বাইরে পুরোপুরি হারিয়ে যান প্রাণের শহর জিয়াগঞ্জে।
এমন জীবনধারা তো প্রভাব ফেলবেই। তিনি আর কেউ নন, অরিজিৎ সিংহ (Arijit Singh)। আজ তাঁর জন্মদিন। সবদিক থেকে প্রিয়গায়কের জন্য় আজ অনুরাগীদের তরফে আসছে শুভেচ্ছার বন্যা।
বছরটা ছিল ২০০৫। মাত্র আঠেরো বছর বয়েসেই ফেম গুরুকুল রিয়েলিটি শোয়ের স্টেজে, গোটা দেশের মন ছুঁয়েছিলেন অরিজিৎ।
তবে এই রিয়েলিটি শো থেকে যারা প্রথম হয়েছিলেন, তাঁরা স্রোতের সঙ্গে আজ অনেকটাই হারিয়ে গিয়েছেন।
এদিকে দর্শক ভোটের জেরে যে মানুষটা ষষ্ঠতম স্থান থেকে বাদ পড়েছিলেন, সংখ্যা দৌড়ে বিশ্বাস না রাখা সেই অরিজিৎ আজ গোটা বিশ্বের হৃদপিন্ড।
গুরু রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে ক্লাসিক্যাল তালিম নেন অরিজিৎ সিংহ। তবে ২০০৫ এর ফেম গুরুকুল রিয়েলিটি শোয় তার জীবনের অন্যতম একটি প্ল্যাটফর্ম।
এর ঠিক দুই বছরের মধ্যেই, ২০০৭ সালে সঞ্জয়লীলা বনশালী, সাওরিয়া ছবিতে তাঁকে সুযোগ দেন। তবে ফেম গুরুকুল ছাড়াও তিনি আরও একাধিক রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন। ১০ কে ১০ লে গয়ে দিল। এই প্রতিযোগিতায় তিনি জয়ী হন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -