Arindam Sil Birthday: অভিনেতা-পরিচালক অরিন্দম শীলের সেরা ছবির তালিকা
আজ জন্মদিন বাংলার জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক অরিন্দম শীলের। জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সেরা ছবির তালিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতা হিসেবে আত্মপ্রকাশ হয় অরিন্দম শীলের। পরবর্তীকালে তিনি পরিচালনাতেও আসেন। এছাড়াও বেশ কিছু ছবির এক্সিকিউটিভ প্রোডিউসর হিসেবে দেখা গিয়েছে তাঁকে।
অরিন্দম শীলকে দেখা যায় 'তুমি এলে তাই' ছবিতে। এই ছবিতে অভিনেতা হিসেবে দেখা যায় তাঁকে।
পরবর্তীকালে অভিনয় করেছেন 'দ্য বং কানেকশন', 'বোস দ্য ফরগটেন হিরো', 'একটি তারার খোঁজে', 'ল্যাপটপ', 'নোবেল চোর' এবং আরও অনেক ছবিতে। অভিনেতা হিসেবেও অরিন্দম শীল যথেষ্ট জনপ্রিয়।
২০১৩ সালে পরিচালনায় আসেন অরিন্দম শীল। 'আবর্ত' ছবি দিয়ে পরিচালনায় আসেন তিনি।
একের পর এক হিট ছবি পরিচালনা করেছেন অরিন্দম শীল। যা দর্শকমহলে যথেষ্ট প্রশংসিত হয়।
'এবার শবর', 'হর হর ব্যোমকেশ', 'ঈগলের চোখ', 'মিতিন মাসি' ও আরও অনেক ছবি পরিচালনা করেন। তাঁর পরিচালিত 'ধনঞ্জয়' ছবিটি নিয়ে প্রশংসা করেন সমালোচকরাও।
করোনা পরিস্থিতিতে বেশ খানিকটা বিরতি নিয়ে চলতি বছর অরিন্দম শীলের বেশ কয়েকটা ছবি মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই 'মহানন্দা', 'খেলা যখন' ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে।
থ্রিলারধর্মী ছবি তৈরি করতে পছন্দ করেন অরিন্দম শীল। আগামী এপ্রিল মাসেই শুরু হতে চলেছে তাঁর থ্রিলার ছবি 'ইস্কাবনের বিবি'র শ্যুটিং।
'গুন্ডে', 'কাহানি', 'মেরি পেয়ারি বিন্দু' ও আরও কিছু ছবিতে এক্সিকিউটিভ প্রোডিউসর হিসেবে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতা-পরিচালক অরিন্দম শীলকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -