Cyber Fraud: ভুরি ভুরি মেসেজ আসছে ফোনে, হ্যাকারদের নয়া ফাঁদ থেকে সাবধান
মোবাইলে ঢুকতে শুরু করল একের পর এক মেসেজ! একসঙ্গে অনেকগুলো মেসেজ! কৌতূহলের বশে তার কোনও একটাতে ক্লিক করে বসলেন। ব্যস!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাইবার জালিয়াতরাও ধুরন্ধর ভাইরাসেরই পন্থা অবলম্বন করছে। সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিতে প্রায়ই সামনে আসছে তাদের নিত্যনতুন ফন্দি।
একটি হল ‘টেক্সট মেসেজ ব্লাস্ট’। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিতে কম করে ১০ থেকে ১৫টি টেক্সট মেসেজ প্রতারকরা পরপর মোবাইলে পাঠাতে থাকে।
এক যোগে এত মেসেজ পাঠানো হয় বলে সাইবার বিশেষজ্ঞরা একে বলছেন ‘টেক্সট মেসেজ ব্লাস্ট’ বা মেসেজ বিস্ফোরণ।
সাইবার বিশেষজ্ঞদের মতে, গুগল সার্চ ইঞ্জিনে এধরনের মেসেজ ব্লাস্টের অ্যাপলিকেশন বা অ্যাপ পাওয়া যায়। সেই অ্যাপ ডাউনলোড করে, নিজের মতো করে কনটেন্ট লিখে একসঙ্গে অনেক ব্যক্তিকে পাঠানো যায়।
কোনও কোনও মেসেজে আকর্ষণীয় অফারের কথা জানিয়ে নীচে লিঙ্ক দেওয়া হয়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, লিঙ্কে ক্লিক করলেই মোবাইল অন্যের নিয়ন্ত্রণে চলে যাবে।
মোবাইলে একসঙ্গে গুচ্ছ গুচ্ছ মেসেজ ঢুকলেই সাবধান হোন। কোনও গিফট মেসেজের ফাঁদে পা দেবেন না। হাইপার টেক্সট লিঙ্কে ক্লিক করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -