Arjun Chakrabarty: সিনেমা-ওয়েব সিরিজের কাজে অতৃপ্তি? কেন ধারাবাহিকের পার্শ্বচরিত্র হয়ে ফিরছেন অর্জুন?
অভিনয় জগতে প্রবেশ ধারাবাহিকের হাত ধরেই.. তারপরে পর্দা, ওয়েব সিরিজে সাফল্য পেয়েছেন তিনি। কাজ করেছেন মঞ্চেও। দীর্ঘ সময় পরে, ফের ধারাবাহিকে পা রাখছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে দেখা যাবে অভিনেতাকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সম্প্রচারও
সামনে নতুন ছবির কাজ.. ইতিমধ্যে হঠাৎ কেন ধারাবাহিকে আসার সিদ্ধান্ত? অর্জুন বলছেন, 'সিনেমা বা ওয়েব সিরিজে যে ভীষণ ভাল কাজ হচ্ছে, তেমনটা নয়। নিয়মিত অভিনয়ের মধ্যে থাকার জন্যই এই সিদ্ধান্ত।'
অর্জুন বলছেন, 'ব্যস্ত থাকা আর অভিনয়, এই দুইই আমার প্রিয়। সেই কারণেই ধারাবাহিকে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছিলাম। এসভিএফের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমায় ওরাই এই ধারাবাহিকটা অফার করেছিল।'
অর্জুন বলছেন, 'আইডিয়াটা আমার ভালই লাগে। 'অনুরাগের ছোঁয়া' এমনিতেই জনপ্রিয় ধারাবাহিক, সেখানে নতুন চরিত্র হিসেবে আমায় দেখা যাবে।'
এই ধারাবাহিকে অর্জুন একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন। স্কুলজীবন থেকেই অর্জুনের দীপার ওপর দুর্বলতা ছিল, তবে তা কখনও প্রকাশ করেনি অর্জুন। এই পথেই এগিয়ে যাবে গল্প।
অভিনেতা বলছেন, 'আমার চরিত্রটা সবাইকে মাতিয়ে রাখতে পারে। অনেক বছর পরে স্কুলের একটা পূনর্মিলনের জন্য দেশে ফিরেছে আমার চরিত্র। স্কুলের সেই অনুষ্ঠানেই দীপার সঙ্গে আমার দেখা। সেখান থেকেই আমার চরিত্রের সফর শুরু।'
সাধারণত কোনও জনপ্রিয় অভিনেতা ধারাবাহিকে ফিরলে, নতুন গল্প নিয়ে আসেন। সেখানে চলতি ধারাবাহিকে পা রাখায় কি ঝুঁকির সম্ভাবনা কম? অর্জুন বলছেন, 'চাপ কম বা বেশি অনুভব করছি না। ধারাবাহিকটা জনপ্রিয় তো বটেই, তবে প্রত্যেক সপ্তাহেই টিআরপি বদলাতে থাকে।'
অর্জুন বলছেন, 'আমার চরিত্রটা ধারাবাহিকে আসার পরে দর্শক সেটা কতটা পছন্দ করছেন, সেটার উত্তর দেবে টিআরপি। তবে এই ধারাবাহিকটার ভিউয়ার্স রয়েছে। তবে আমার চরিত্রটা দর্শকদের কেমন লাগবে, সেটাই আমার একমাত্র ভাবনার বিষয়।'
ধারাবাহিকের শ্যুটিং মানেই বেশ চাপ থাকে। সেই শিডিউল কীভাবে সামলাচ্ছেন অর্জুন? অভিনেতা বলছেন, 'ধারাবাহিকে কাজ করার বিভিন্ন দিক রয়েছে। আমি যে সময়ে ধারাবাহিকে অভিনয় করতাম, সেখানে কোনও নির্দিষ্ট সময় ছিল না। এখন একটু লম্বা হলেও একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে শ্যুটিংয়ের জন্য। এর ফলে পরিবারকে একটু বেশি সময় দিতে পারি। তবে এই ধারায় প্রস্তুতির সুযোগ পাওয়া যায় না। সেটে গিয়ে চিত্রনাট্য পাই।'
এরপরে কী ধারাবাহিকের মনঃসংযোগ করতে চাইছেন অর্জুন? অভিনেতা বলছেন, 'চিত্রনাট্য পছন্দ হলে, আমি সিনেমা, ওয়েব সিরিজ সব কিছুতেই কাজ করতে চাই। তবে সেক্ষেত্রে আগে থেকে জানিয়ে ধারাবাহিকের শ্যুটিং শিডিউলের সঙ্গে মানিয়ে নিতে হবে। ভাল কাজ পেলে চাপ থাকলেও দুটো শ্যুটিং করা যাবে একসঙ্গে।' সিনেমা-ওয়েব সিরিজে মনের মতো চরিত্র না পাওয়ার আক্ষেপ রয়েছে? অর্জুন বলছেন, 'আমি অনেক ভাল চরিত্রই পেয়েছি। গুপ্তধন সিরিজ বা 'দেবী চৌধুরানী'-মতো কাজ তো আর রোজ রোজ হয় না। ফলে নিয়মিত অভিনয়-চর্চার জন্য ধারাবাহিক একটা ভাল মাধ্যম। ভাল কাজ করার খিদে রয়েছে, তবে আমার আক্ষেপ নেই।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -