'Khela Jawkhon': বড়পর্দায় ফের মিমি-অর্জুন জুটি, মুক্তির অপেক্ষায় 'খেলা যখন'
মুক্তির অপেক্ষায় অরিন্দম শীল পরিচালিত মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী অভিনীত 'খেলা যখন'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রকাশ্যে এল ট্রেলার। শহরের বুকে হয়ে গেল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। হাজির হয়েছিলেন তারকারা।
শুধুই কি নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার গল্প? নাকি নিজের ছেলেকে খুঁজে পাওয়া, এক সত্যি মিথ্যের হেঁয়ালিকে সমাধান করার গল্প?
ছবিতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। মুক্তি পাবে ২ ডিসেম্বর।
ছবিতে যে ভরপুর অ্যাকশন দেখা যাবে তা আগেই জানা গিয়েছিল। ট্রেলারেও সেই ঝলক মিলল।
অর্জুন থেকে শুরু করে মিমি, প্রত্যেকের অ্যাকশনের ঝলকই দেখা গেল।
এই গল্পের শুরু হয় একটা ভয়াবহ দুর্ঘটনা দিয়ে। গল্পের মূল চরিত্র, মিমি এই দুর্ঘটনার শিকার হয়।
এই দুর্ঘটনার উৎস খুঁজতে গিয়েই শুরু হয় বিপত্তি। প্রত্যেক মুহূর্তে নানা প্রতিকূলতা পেরিয়ে, গল্পের ঊর্মি কি খুঁজে পাবে নিজের পরিচয়? সেই উত্তর পাওয়া যাবে গল্পে।
রুপোলি পর্দায় মিমি ও অর্জুনকে একাধিকবার জুটি বাঁধতে দেখা গেছে। প্রথম 'বাপি বাড়ি যা', তারপর 'ক্রিসক্রস'। ছোটপর্দায় 'গানের ওপারে'তে তাঁদের একসঙ্গে দেখা যায়।
দর্শক মহলে মিমি-অর্জুন জুটি এমনিতেই জনপ্রিয়। এবার এই নতুন রূপে তাঁদের দর্শক কতটা পছন্দ করেন সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -