Arjun Kapoor Birthday: অভিনয়ে আসার আগে এই কাজও করেছেন অর্জুন কপূর
আজ জন্মদিন বলিউড অভিনেতা অর্জুন কপূরের। বি টাউনের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অর্জুন কপূর জায়গা করে নিয়েছেন। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা এবং চমকদার কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ ফিটনেস নিয়ে মারাত্মক সচেতন অর্জুন কপূর বলিউডে আসার আগে মোটেই এমনটা ছিলেন না। বরং, তাঁর পুরনো ছবিগুলো দেখলে অবাকই হতে হয়। জানা যায়, টিনএজ বয়সে ১৪০ কেজি ওজন ছিল তাঁর।
বলিউডে পা রাখার আগে ওজন কমানো নিয়ে অনেক পরিশ্রম করতে হয় অর্জুন কপূরকে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, ওজন কমানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা জিমে পড়ে থাকতেন তিনি।
'ইশকজাদে' ছবি দিয়ে বলিউডে পা রাখেন অর্জুন। জানা যায়, এই ছবির জন্য ৫০ কেজি ওজন কমাতে হয়েছিল তাঁকে। বিপরীতে দেখা যায় পরিণীতি চোপড়াকে।
অভিনয় জগতে পা রাখার আগে একাধিক ছবির সহকারী পরিচালক ও অ্যাসোসিয়েট প্রোডিউসর হিসেবে কাজ করেন অর্জুন। যশ রাজ ফিল্মসের সঙ্গে ক্যামেরার পিছনেও একাধিক কাজ করেছেন।
জানা যায়, ২০০৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট বলিউড ছবি 'কাল হো না হো'-তে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন অর্জুন কপূর। তবে, শুধু 'কাল হো না হো' নয়, 'সালাম এ ইশক' ছবিতেও তিনি পরিচালকের সহকারী হিসেবে কাজ করেন।
অভিনয়ে আসার আগে অ্যাসোসিয়েট প্রোডিউসর হিসেবেও কাজ করেন অর্জুন। 'নো এন্ট্রি' এবং 'ওয়ান্টেড', এই দুটি ব্লকবাস্টার হিট ছবিতে ক্য়ামেরার পিছনে ছিলেন অভিনেতা।
শোনা যায়, ২০১১ সালে ঘোষণা হয় যে, যশ রাজ ফিল্মসের 'ভাইরাস ডিওয়ান' ছবি দিয়ে বলিউডে পা রাখবেন অর্জুন কপূর। কিন্তু পরবর্তীকালে সেই ছবির কাজ পিছিয়ে যায়। এবং অর্জুন সই করেন 'ইশকজাদে' ছবির জন্য।
ফিটনেস সচেতন হলেও খেতে খুবই ভালোবাসেন অর্জুন কপূর। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে একাধিক সময়ে খাওয়া-দাওয়ার ছবি দেখতে পাওয়া যায়। 'বিরিয়ানি', 'চিকেন তন্দুরি', 'কাড়ি চাওয়াল' তাঁর অত্যন্ত পছন্দের।
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন অর্জুন কপূর। সম্প্রতি শোনা যাচ্ছে, তাঁরা শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -