Ek villain return 2: 'এক ভিলেন রিটার্নস' ছবির প্রচারে ক্যামেরবন্দি অর্জুন-দিশা
বহু প্রতীক্ষিত 'এক ভিলেন রিটার্নস' মুক্তির অপেক্ষায়। ঘোষণার পর থেকেই অনুরাগীরা সিক্যোয়েলে নতুন জুটিদের দেখার অপেক্ষায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মুম্বইয়ে ভরা বর্ষা। তার মধ্যেই নতুন ছবির প্রচারে দেখা গেল অর্জুন কপূর, দিশা পাটনিকে।

জনপ্রিয় রিয়েলিটি 'সুপারস্টার সিঙ্গার'-এর সেটে দেখা মিলল তাঁদের। সঙ্গে ক্যামেরাবন্দি হলেন অনুষ্ঠানের অন্যতম বিচারক হিমেশ রেশামিয়াও।
লাল গাউনে ঝলমল করছিলেন অভিনেত্রী দিশা পাটনি। পোজ দিলেন ক্যামেরায়।
অন্যদিকে কমলা রঙের ঢিলা শার্টে দেখা মিলল অপর 'ভিলেন'-এর। ছবি তুললেন অনুরাগীর সঙ্গে।
তাঁদের ছবির পোস্টারের সঙ্গে সামঞ্জস্য রেখে দুই তারকার হাতেই দেখা গেল হলুদ মুখোশ।
ছবিতে অর্জুন ও দিশা ছাড়াও অভিনয় করবেন জন আব্রাহাম ও তারা সুতারিয়া।
'এক ভিলেন'-এর সিদ্ধার্থ, শ্রদ্ধা বা রিতেশ কাউকেই যে সিক্যোয়েলে দেখা যাবে না তা আগেই জানিয়েছিলেন নির্মাতারা। পর্দায় দেখা যাবে ২৯ জুলাই।
ট্রেলার থেকে অল্পই আঁচ পাওয়া যায় গল্পের। একতরফা প্রেমের গল্প যে সমস্ত সম্পর্কে, সিরিয়াল কিলারের শিকার হচ্ছে সেই সমস্ত মেয়েরাই।
পুলিশের আন্দাজ, ব্যর্থ প্রেমিকদের দেবদূত হতে চায় এই খুনি। কিন্তু কেন? সেই কারণ লুকিয়ে গল্পের ভাঁজে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -