Malaika Arora Pregnancy: গুজবের সপাট জবাব! মালাইকার মা হওয়ার খবরে কী বললেন অর্জুন?
খবর রটেছিল মা হতে চলেছেন অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। এবার তার উত্তর দিলেন বলিউড অভিনেতা অর্জুন কপূর (Arjun Kapoor)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রেমিকার মা হওয়ার খবর প্রসঙ্গে কী বললেন অভিনেতা?
বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এক সংবাদ সংস্থাকে নিশানা করে বিস্ফোরক পোস্ট করলেন অর্জুন কপূর। একই পোস্ট করলেন মালাইকা অরোরা।
এক জাতীয়স্তরের বিনোদন সংবাদ সংস্থার পক্ষ থেকে একটি খবর প্রকাশ করা হয়। বুধবার 'মালাইকা অরোরা কি অন্তঃসত্ত্বা?' শীর্ষক ওই খবরটির স্ক্রিনশট পোস্ট করে ক্ষোভ উগরে দেন অর্জুন কপূর।
অভিনেতার পরিষ্কার বক্তব্য, 'আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে ছেলেখেলা করবেন না'।
বিগত ৪ বছর ধরে অর্জুন কপূর ও মালাইকা অরোরার সম্পর্ক। বিভিন্ন সময়েই তাঁদের নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। গুজব রটলে তা সমূলে উৎখাত করেন দুই তারকাই।
এবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ওই সংবাদ সংস্থার করা খবরের স্ক্রিনশট পোস্ট করে অর্জুন ও মালাইকা লেখেন, 'এর থেকে বেশি নীচে নামতে পারতেন না এবং আপনি নৈমিত্তিক, সংবেদনশীল এবং আবর্জনার মতো খবর বহন করার ক্ষেত্রে একেবারে অনৈতিক হয়ে এটি করেছেন।'
এরপর সেই সংস্থাকে আরও এক হাত নেন অভিনেতা। তিনি সরাসরি অভিযোগ তুলে লেখেন, 'আমরা ভুয়ো গসিপ এড়িয়ে চলার চেষ্টা করি বলে নিয়মিত এই ধরনের খবর করে মিডিয়ায় ছড়িয়ে এরা পার পেয়ে যান। এভাবে চলতে পারে না। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে ছেলেখেলা করবেন না।'
প্রসঙ্গত, কিছুদিন আগে সংবাদ মাধ্যমে রটে যায় যে অর্জুন ও মালাইকার সম্পর্কে ভাঙন ধরেছে। জানুয়ারি মাসে সেই ভুয়ো খবরের প্রেক্ষিতে একটি পোস্ট করেন অভিনেতা।
নিজেদের একটি ছবি পোস্ট করে লেখেন, 'ভুয়ো জল্পনার জন্য কোনও জায়গা নেই। সাবধানে থাকো। ভাল থেকো। মানুষের মঙ্গল কামনা করো। সকলকে ভালবাসা।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -