Nitin Desai Last Rites: সাধ করে তৈরি 'এনডি স্টুডিও'তেই সম্পন্ন হল আর্ট ডিরেক্টর নিতিন দেসাইয়ের শেষকৃত্য

Nitin Desai: সূত্রের খবর, নিতিন দেসাইয়ের মৃত্যুকে আত্মহত্যা বলেই এর আগে পর্যন্ত সন্দেহ করেছিল পুলিশ আর তার অন্যতম কারণ হল তাঁরই গলায় রেকর্ড করা একটি ভয়েজ নোট!

নিতিন দেসাইয়ের শেষকৃত্য

1/10
২ অগাস্ট, বুধবার, তাঁর সাধের তৈরি বিশাল স্টুডিওর অন্দরেই উদ্ধার হয় বলিউডের জনপ্রিয় আর্ট ডিরেক্টর নিতিন দেসাইয়ের মৃতদেহ।
2/10
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, আত্মঘাতী হয়েছেন তিনি। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হল।
3/10
স্টুডিওয় নিয়ে যাওয়া হয় নিতিন দেসাইয়ের দেহ। সেখানে দর্শনের ব্যবস্থা করে দেওয়া হয়। শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই।
4/10
প্রসঙ্গত, ২ অগাস্ট অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'ওহ মাই গড ২'-এর ট্রেলার মুক্তির কথা ছিল।
5/10
কিন্তু নিতিন দেসাইয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে তাঁর প্রতি শ্রদ্ধাস্বরূপ ট্রেলার মুক্তি পিছিয়ে দেন আক্কি।
6/10
৩ অগাস্ট, মুম্বইয়ের স্যার জে জে হাসপাতালে নিতিন দেসাইয়ের মরদেহের অটোপ্সি করা হয়।
7/10
অটোপ্সির ফলে পরিষ্কার হয় যে গলায় দড়ি দেওয়ার জন্যই মৃত্যু হয়েছে শিল্পীর।
8/10
সূত্রের খবর, নিতিনের মৃত্যুকে আত্মহত্যা বলেই এর আগে পর্যন্ত সন্দেহ করছিল পুলিশ আর তার অন্যতম কারণ হল তাঁরই গলায় রেকর্ড করা একটি ভয়েজ নোট।
9/10
শোনা যায়, ভোর ৪টে নাগাদ একটি ভয়েজ নোট রেকর্ড করেছিলেন শিল্প নির্দেশক। সেখানে তিনি জানিয়েছিলেন তাঁর আর্থিক সমস্যার কথা।
10/10
এমনকী কিছু মানুষের নামও উল্লেখ করেছিলেন তিনি যাঁরা তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে।
Sponsored Links by Taboola