Nitin Desai Last Rites: সাধ করে তৈরি 'এনডি স্টুডিও'তেই সম্পন্ন হল আর্ট ডিরেক্টর নিতিন দেসাইয়ের শেষকৃত্য
২ অগাস্ট, বুধবার, তাঁর সাধের তৈরি বিশাল স্টুডিওর অন্দরেই উদ্ধার হয় বলিউডের জনপ্রিয় আর্ট ডিরেক্টর নিতিন দেসাইয়ের মৃতদেহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, আত্মঘাতী হয়েছেন তিনি। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হল।
স্টুডিওয় নিয়ে যাওয়া হয় নিতিন দেসাইয়ের দেহ। সেখানে দর্শনের ব্যবস্থা করে দেওয়া হয়। শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই।
প্রসঙ্গত, ২ অগাস্ট অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'ওহ মাই গড ২'-এর ট্রেলার মুক্তির কথা ছিল।
কিন্তু নিতিন দেসাইয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে তাঁর প্রতি শ্রদ্ধাস্বরূপ ট্রেলার মুক্তি পিছিয়ে দেন আক্কি।
৩ অগাস্ট, মুম্বইয়ের স্যার জে জে হাসপাতালে নিতিন দেসাইয়ের মরদেহের অটোপ্সি করা হয়।
অটোপ্সির ফলে পরিষ্কার হয় যে গলায় দড়ি দেওয়ার জন্যই মৃত্যু হয়েছে শিল্পীর।
সূত্রের খবর, নিতিনের মৃত্যুকে আত্মহত্যা বলেই এর আগে পর্যন্ত সন্দেহ করছিল পুলিশ আর তার অন্যতম কারণ হল তাঁরই গলায় রেকর্ড করা একটি ভয়েজ নোট।
শোনা যায়, ভোর ৪টে নাগাদ একটি ভয়েজ নোট রেকর্ড করেছিলেন শিল্প নির্দেশক। সেখানে তিনি জানিয়েছিলেন তাঁর আর্থিক সমস্যার কথা।
এমনকী কিছু মানুষের নামও উল্লেখ করেছিলেন তিনি যাঁরা তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -