Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Cruise Drug Case: মাদককাণ্ডে জামিনের পর এনসিবি দফতরে হাজিরা শাহরুখ-পুত্রের
বম্বে হাইকোর্টের জামিনের শর্ত অনুযায়ী, আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশাহরুখের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তিনি মুম্বইয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে যান। ক্রুজে মাদককাণ্ডে শাহরুখ পুত্রকে গত ৩ অক্টোবর গ্রেফতার করেছিল এনসিবি।
একাধিকবার জামিনের আর্জি খারিজ হওয়ার পর গত ২৮ অক্টোবর বম্বে হাইকোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করে।
মাদক-মামলায় জামিনের দু’দিন পর, ৩০ অক্টোবর আর্থার রোড জেল থেকে ছাড়া পান আরিয়ান খান। আঠাশ দিন পর 'মন্নত'-এ ফেরেন শাহরুখ খানের বড় ছেলে।
তবে জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে প্রতি শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দিতে হবে। হাজিরা দেওয়ার সময় দেওয়া হয় সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে। আজ সেই মতো হাজিরা দিলেন আরিয়ান।
জামিন পেলেও আরিয়ান খানের ওপর একাধিক শর্ত আরোপ করা হয়েছে।
তদন্তকারী অফিসারকে না জানিয়ে আরিয়ান খান মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না। আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না। বিশেষ NDPS আদালতের কাছে আরিয়ানকে তার পাসপোর্ট জমা রাখতে হবে।
মাদককাণ্ডে অভিযুক্ত অন্য কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না আরিয়ান খান।
তদন্ত সম্পর্কিত কোনও তথ্য মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে শেয়ার করতে পারবেন না আরিয়ান।
আরিয়ান খান যদি কোনও শর্ত লঙ্ঘন করেন, তাহলে এনসিবি বিশেষ বিচারকের কাছে আবেদন করতে পারবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -