Aryan Khan: শাহরুখের বাংলোতে এনসিবি, আরিয়ানের সঙ্গে সাক্ষাতের দিনই মন্নতে হাজির অফিসাররা

শাহরুখ আর্থার রোড জেল থেকে ফেরার কিছুক্ষণ পরে NCB-র একটি টিম পৌঁছয় তাঁর বাসভবন মন্নতে

1/8
মুম্বই: মাদককাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে ১৯ দিন পর দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান। আর আজই মন্নতে যান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা।
2/8
দুপুর সাড়ে ১২টা নাগাদ মন্নতে পৌঁছন এনসিবি অফিসাররা।
3/8
যদিও আরিয়ান সংক্রান্ত কিছু নথি সই করাতেই মন্নতে যাওয়া হয়েছিল বলে করছে ওয়াকিবহাল মহল।
4/8
শাহরুখ খানের বাংলো মন্নতের পাশে অনন্যা পাণ্ডের বাড়িতেও যান এনসিবি-র অফিসাররা।
5/8
শাহরুখ আর্থার রোড জেল থেকে ফেরার কিছুক্ষণ পরে NCB-র একটি টিম পৌঁছয় তাঁর বাসভবন মন্নতে।
6/8
আরিয়ানের নানা নথিপত্র দেখতে চেয়ে নোটিস দেওয়া হয় বলে জানা গেছে।
7/8
বৃহস্পতিবার ছেলের সঙ্গে দেখা করতে সকালে ছোট গাড়িতে কয়েকজন নিরাপত্তা রক্ষী নিয়ে আর্থার রোড জেলে পৌঁছন।
8/8
জেল সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, জেলে ঢোকার আগে নিয়ম মেনে নিজের আধার কার্ড সমেত সব নথি দেখান শাহরুখ।
Sponsored Links by Taboola