Aryan Khan Released : বাদশার জন্মদিনের আগেই ফিরলেন পুত্র, খুশির বাঁধ ভাঙল মন্নতে
২৩ দিন পর জেল থেকে ছাড়া পেলেন আরিয়ান খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২ নভেম্বর শাহরুখের জন্মদিন। তার তিনদিন আগে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন অভিনেতা।
গতকালই আরিয়ানের রিলিজ অর্ডার পৌঁছে যায় জেলের বেল বক্সে।
সকালে মন্নত থেকে বিশাল কনভয় আর্থার রোড জেলে পৌঁছয়। শাহরুখ অপেক্ষা করছিলেন জেল থেকে আড়াই কিলোমিটার দূরে পাঁচতারা হোটেলের গেস্টরুমে।
আরিয়ান মুক্তি পাওয়ার আগে অবশ্য জেলে পৌঁছে যান তিনি। ২ অক্টোবর, মুম্বইয়ে ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে আটক করা হয় শাহরুখ-পুত্রকে
৭ অক্টোবর থেকে জেলে ছিলেন আরিয়ান। বেশ কয়েকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়।
অবশেষে বম্বে হাইকোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করে।
জামিন মঞ্জুর হয় আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও। তবে জামিন পেলেও বৃহস্পতিবার বাড়ি ফেরা হয়নি আরিয়ানের।
৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। ৮ অক্টোবর কিলা কোর্টে আরিয়ানের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। আইনজীবীরা জামিনের আর্জি জানিয়ে দায়রা আদালতে গেলে, ২০ অক্টোবর সেখানেও আবেদন খারিজ হয়ে যায়।
শুক্রবারই প্রথম শাহরুখ খানের বাংলো মন্নতের ছাদ আলোয় সেজে ওঠে। আর আজ মন্নকের সামনেই দেখা যায় উচ্ছ্বাসের ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -