Aryan Khan Released : বাদশার জন্মদিনের আগেই ফিরলেন পুত্র, খুশির বাঁধ ভাঙল মন্নতে
Aryan Khan Released : বাদশার জন্মদিনের আগেই ফিরলেন পুত্র, খুশির বাঁধ ভাঙল মন্নতে
1/10
২৩ দিন পর জেল থেকে ছাড়া পেলেন আরিয়ান খান।
2/10
২ নভেম্বর শাহরুখের জন্মদিন। তার তিনদিন আগে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন অভিনেতা।
3/10
গতকালই আরিয়ানের রিলিজ অর্ডার পৌঁছে যায় জেলের বেল বক্সে।
4/10
সকালে মন্নত থেকে বিশাল কনভয় আর্থার রোড জেলে পৌঁছয়। শাহরুখ অপেক্ষা করছিলেন জেল থেকে আড়াই কিলোমিটার দূরে পাঁচতারা হোটেলের গেস্টরুমে।
5/10
আরিয়ান মুক্তি পাওয়ার আগে অবশ্য জেলে পৌঁছে যান তিনি। ২ অক্টোবর, মুম্বইয়ে ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে আটক করা হয় শাহরুখ-পুত্রকে
6/10
৭ অক্টোবর থেকে জেলে ছিলেন আরিয়ান। বেশ কয়েকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়।
7/10
অবশেষে বম্বে হাইকোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করে।
8/10
জামিন মঞ্জুর হয় আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও। তবে জামিন পেলেও বৃহস্পতিবার বাড়ি ফেরা হয়নি আরিয়ানের।
9/10
৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। ৮ অক্টোবর কিলা কোর্টে আরিয়ানের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। আইনজীবীরা জামিনের আর্জি জানিয়ে দায়রা আদালতে গেলে, ২০ অক্টোবর সেখানেও আবেদন খারিজ হয়ে যায়।
10/10
শুক্রবারই প্রথম শাহরুখ খানের বাংলো মন্নতের ছাদ আলোয় সেজে ওঠে। আর আজ মন্নকের সামনেই দেখা যায় উচ্ছ্বাসের ছবি।
Published at : 30 Oct 2021 01:36 PM (IST)