Aryann Bhowmik: বন্দি আরিয়ান, '৩৬ ঘন্টা'-এ বেরতে পারবেন রহস্যের জাল ছিঁড়ে?

Aryann Bhowmik in New Web Series: গল্পের চরিত্র অনীশ বাইরে চাকরি করে। পরিবারের সঙ্গে দেখা করার জন্য সে দেশে আসে। কিন্তু বিমানবন্দরে নেমেই সেখান থেকে কিডন্যাপ হয়ে যায় অনীশ।

আরিয়ানের নতুন ওয়েব সিরিজ

1/10
অনীশ বন্দ্যোপাধ্যায়। মাঝবয়সী এক যুবক চাকরি করে কর্পোরেটে। সেই ওয়েব সিরিজের নায়ক। আসছে নতুন ওয়েব সিরিজ “36 Hrs - Every second counts”। মুখ্যভূমিকায় দেখা যাবে আরিয়ান ভৌমিককে।
2/10
গল্পের চরিত্র অনীশ বাইরে চাকরি করে। পরিবারের সঙ্গে দেখা করার জন্য সে দেশে আসে। কিন্তু বিমানবন্দরে নেমেই সেখান থেকে কিডন্যাপ হয়ে যায় অনীশ।
3/10
এরপরে যখন জ্ঞান ফেরে, অনীশ আবিষ্কার করে সে একটি নোংরা গোডাউনের মধ্যে শুয়ে রয়েছে। অর্ধনগ্ন অবস্থায়। অনীশ বুঝতে পারে না কীভাবে এই পরিস্থিতি থেকে সে মুক্তি পাবে। এরপরে তার জীবনে যা যা ঘটনা ঘটে, সেই নিয়েই ওয়েব সিরিজ “36 Hrs - Every second counts”
4/10
ফানফ্লিক্স-এর নতুন ওটিটি প্ল্যাটফর্ম অরিন মিডিয়া এন্ড এন্টারটেনমেন্ট এর ইউটিউব পেজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েব ধারাবাহিক দেখতে পাবেন দর্শক।
5/10
ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বিপ্লব কুমার সিংহ, সুকন্যা চট্টোপাধ্যায় সহ অনেকে। পরিচালনায় শঙ্খ ভট্টাচার্য্য।
6/10
এই ওয়েব সিরিজে দর্শকেরা শিলাজিৎ-পুত্র ধী-এর কন্ঠে একটি গান শুনতে পাবেন। সিরিজটির শ্যুটিং হয়ে গিয়েছিল কয়েক বছর আগেই কিন্তু কিছু বিশেষ কারণে সিরিজটি মুক্তি পায়নি।
7/10
ছবিটি নিয়ে পরিচালক বলছেন, 'অনেকদিন আগে শ্যুটিং হলেও ছবিটা মুক্তি পায়নি সেই সময়ে। আর এবার ছবিটি মুক্তি পাচ্ছে একটি ইউটিউব চ্যানেলে ফলে ছবিটি আশা করি সবাই দেখতে পাবেন। কোনও বাধা থাকবে না।'
8/10
পরিচালক বলছেন, 'খুব খেটে এই সিরিজটা বানিয়েছি। কয়েক বছর পরে মুক্তি পেলেও আশা করি সিরিজটি এখনও সমান প্রাসঙ্গিক বলে মনে হবে দর্শকদের কাছে।'
9/10
পরিচালক বলছেন, 'রোড থ্রিলার ঘরানার ছবি বাংলায় খুব একটা হয় না। যদিও বিদেশিদের মধ্যে এই ঘরানা খুব প্রিয়। আশা করি দর্শকের ভাল লাগবে।'
10/10
এই সিরিজ নিয়ে আরিয়ান বলছেন, 'নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা থ্রিলার ওয়েব সিরিজ। আমার চরিত্র অনীশ একটা জায়গায় বন্দি হয়ে পড়ে। সে কীভাবে সেই পরিস্থিতি থেকে বেরবে সেটাই রয়েছে সিরিজের গল্প জুড়ে।'
Sponsored Links by Taboola