Asha Bhosle Birthday: ৯০ বছরে পা আশা ভোঁসলের, জন্মদিনে ফিরে দেখা কিংবদন্তির সুর-সফর
প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বাবা। কিন্তু, কন্ঠস্বর ও জীবন, কোনোটাই পরিপূর্ণত পায়নি যখন, জীবন থেকে বাবা শব্দটাই মুছে গিয়েছিল তাঁর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযিনি আজও সঙ্গীতের জগতে কিংবদন্তি.. তিনিই প্রথম সঙ্গীতকে বেছে নিয়েছিলেন, সখ নয়, কেবলমাত্র সংসার চালানোর তাগিদে!
'চলা চলা নভ বালা' গানটি থেকে শুরু করে সঙ্গীত দুনিয়ার নক্ষত্র হয়ে ওঠা.. তাঁর সফরটা ছিল রূপকথার মতোই। আজ সেই নক্ষত্রের জন্মদিন। আজ আশা ভোঁসলে (Asha Bhosle)-র জন্মদিন।
তাঁর জন্ম হয়েছিল সে পরিবারে, আগে থেকেই সেই পরিবারের যোগসূত্র বাঁধা সুরের সঙ্গে। মহারাষ্ট্রের মঙ্গেশকর পরিবারের সুর সফর শুরু হয়েছিল আগেই। দীননাথ মঙ্গেশকরের হাত ধরে
তিনি ছিলেন একজন মারাঠি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। কিন্তু বেশিদিন সেই বাবার সান্নিধ্য পাননি তিনি। যে বয়সে তাঁর বাবার কাছে গানের তালিম নেওযার কথা ছিল, সেই বয়সেই বাবাকে হারান তিনি।
তখনও কন্ঠস্বরও পরিপূর্ণতা পায়নি তাঁর, হারমোনিয়াম ধরার জন্যও যখন যথেষ্ট বড় নন তিনি, সেই বয়স থেকে পরিবারের মাথার ওপর থেকে ছাদ সরে যায়।
প্রথম একটি মারাঠি ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। 'মাঝা বল' ছবির 'চলা চলা নভ বালা' গানটি দিয়েই তথাকথিত রূপোলি পর্দার জগতে প্রবেশ আশার। দিদি ততদিনে খ্যাতি অর্জন করেছেন যথেষ্ট। 'চুনরিয়া' ছবিতে 'সাওন আয়া' গানটি গেয়ে বলিউডে পা রাখেন আশা।
ব্যক্তিগত জীবনে বড় পদক্ষেপ নেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে বাড়ির অমতে বিবাহ করেন আশা। ১৯৬০ সালে বিবাহবিচ্ছেদ হয় আশার। ১৯৮০ সালে রাহুল দেব বর্মণের (RD Barman) সঙ্গে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হন আশা।
ফুলে মোড়া ছিল না আশার যাত্রা। সঙ্গীতের আকাশে তখন গীতা দত্ত, লতা মঙ্গেশকরের মতো তারকারা ঝলমল করছেন। তাঁরা যে যে কাজ বাতিল করে দিতেন, সেই গানগুলি গাওয়ার জন্য ডাক পড়ত আশার। অথবা ছবির বাজেট কম হলে সেখানে কাজ পেতেন আশা। নায়িকা নয় বরং খলনায়িকার গলাতেই গান গাওয়ার জন্য ডাক পড়ত তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে কিংবদন্তিকে শুভেচ্ছা জানিয়েছেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর। এবার ৯০ বছরে পা দিলেন আশা ভোঁসলে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -