In Pics: ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে অতনু ঘোষের 'আরো এক পৃথিবী'
Aaro Ek Prithibi Release Date: ছবিতে প্রতীক্ষার চরিত্রে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। এছাড়া মুখ্য চরিত্রে রয়েছেন অনিন্দিতা বসু, কৌশিক গঙ্গোপাধ্যায় ও সাহেব ভট্টাচার্য।
Continues below advertisement
আসছে 'আরো এক পৃথিবী'
Continues below advertisement
1/10
লন্ডনবাসী (London) চার প্রবাসী বাঙালির গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক অতনু ঘোষ (Atanu Ghosh)। ছবির নাম 'আরো এক পৃথিবী' (Aaro Ek Prithibi)। প্রকাশ্যে ছবির নতুন প্রোমো।
2/10
অতনু ঘোষ পরিচালিত ছবি 'আরো এক পৃথিবী'র ট্রেলার প্রকাশ্যে এসেছিল আগেই। কথা ছিল ২০২২ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
3/10
তবে সেই সিদ্ধান্ত বদলে যায়। ঘোষণা করা হল ছবির নতুন মুক্তির তারিখ। সেই সঙ্গে প্রকাশ্যে এল আরও এক টিজার। ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।
4/10
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাঁরা সর্বক্ষণ জীবনের পথে দৌড়ে বেড়াচ্ছেন। উদ্দেশ্য একটাই, নিরাপদ আশ্রয়ের খোঁজ।
5/10
যেখানে তাঁরা খানিক থিতু হতে পারেন, শান্তিতে বসবাস করতে পারেন। কিন্তু যে প্রজন্মের শিকড়েরই কোনও ঠিক নেই, তাঁদের ক্ষেত্রে এই 'বাড়ি'র খোঁজ খানিক অলীক কল্পনা যেন।
Continues below advertisement
6/10
গল্প আবর্তিত হয় ২৭ বছরের প্রতীক্ষার জীবন ঘিরে। সে হঠাৎই আবিষ্কার করে যে তাঁর জীবন ভরেছে মিথ্যায়, লন্ডনেও তাঁর জীবনে নেমে আসে বিপদ।
7/10
তিনি এক জগৎ থেকে অন্য জগতে পাড়ি দেন এক কৌতূহলী এবং রহস্যময় আয়েশা, একজন অপ্রত্যাশিত বোহেমিয়ান শ্রীকান্ত মুন্সি এবং নিজের জীবন দিয়ে ছেলেখেলা করতে প্রস্তুত অরিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। শেষ পর্যন্ত, চার চরিত্রের তাঁদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ঘটনার মুখোমুখি হওয়া ছাড়া কোন বিকল্প থাকে না।
8/10
ছবিতে প্রতীক্ষার চরিত্রে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিনকে।
9/10
আয়েশার চরিত্রে অনিন্দিতা বসু, শ্রীকান্ত মুন্সির চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অরিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে সাহেব ভট্টাচার্যকে দেখা যাবে।
10/10
ছবির সম্পূর্ণ শ্যুটিং হয়েছে লন্ডনে। সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন দেবজ্যোতি মিশ্র। অনির্বাণ মুখোপাধ্যায়ের লেখা গানে কণ্ঠ দিয়েছেন পোর্শিয়া সেন ও সমন্ত্যক সিংহ।
Published at : 02 Jan 2023 11:13 PM (IST)