Tadap Movie Premiere: তড়়পের প্রিমিয়ারে কাপল গোল, রেড কার্পেটে ফ্রেমবন্দি রাহুল-আথিয়া
রোম্যান্টির অ্যাকশন থ্রিলার 'তড়প' দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন সুনীল শেট্টির ছেলে অহন শেট্টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির প্রিমিয়রে দেখা গেল অহনের বোন আথিয়া ও তাঁর প্রেমিক ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার কে এল রাহুলকে।
নিজেদের সম্পর্কের বিষয়ে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন ২ জনে। এবার রেড কার্পেটেও একসঙ্গে দেখা গেল তাঁদের।
রাহুল ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যখন সফর করেন, তখনও আথিয়া তাঁর সঙ্গে অনেক সফরেই গিয়েছেন।
ছবির প্রিমিয়রে এসেছিলেন আথিয়া ও অহনের বাবা বলিউড তারকা সুনীল শেট্টি।
আথিয়ার জন্মদিনে তাঁর সঙ্গে দুটো ছবি পোস্ট করেছেন রাহুল তাঁর ইনস্টাগ্রামে। সেখানে তিনি লিখেছিলেন, 'শুভ জন্মদিন আমার ভালবাসা।'
তড়প ছবিটি তেলুগু ছবি 'আরএক্স ১০০' ছবির হিন্দি রিমেক। বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করা অহন শেট্টির বিপরীতে এই ছবিতে থাকছেন তারা সুতারিয়া।
ভাইয়ের ছবির প্রিমিয়রে উপস্থিত থেকে নজর কাড়লেন আথিয়া। সবার ফোকাস ছিল রাহুলের দিকেও।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবি বিভিন্ন পোস্টার। সেখানে দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রি চোখে পড়ার মতো। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'তড়প'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -