Avika Gor Photo: ওজন কমিয়ে আরও তরতাজা ও গ্ল্যামারাস অভিকা

avika gor

1/6
বালিকা বধূ খ্যাত অভিনেত্রী অভিকা গৌর তাঁর নয়া লুকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আসলে সম্প্রতি ওজন বেশ কিছুটা কমিয়েছেন তিনি। আর এতে আগের থেকে অভিকাকে বেশি সুন্দর ও গ্ল্যামারাস লাগছে। তাঁর এই লুক নজর কেড়েছে অনুরাগীদেরও। আগের থেকে অনেক বেশি ফিট ও তরতাজা অভিকা। তিনি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। তিনি তাঁর নয়া লুকের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর এই ছবিগুলি তাঁর অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে। তাঁরা তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং প্রশংসা করছেন।
2/6
অভিকার এই ট্রান্সফর্মেশন কিন্তু একেবারেই সহজ ছিল না। ওজন কমানোর ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা ও পরিশ্রমের ব্যাপারে অভিকা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যেম অনুরাগীদের জানিয়েছিলেন।
3/6
অভিকা লেখেন, আমার মনে আছে, একদিন রাতে নিজেকে আয়নায় দেখে মন ভেঙে পড়েছিল। যা দেখেছিলাম, তা আমার একেবারেই পছন্দ হয়নি।
4/6
অভিকা তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করে লিখেছিলেন, আমাদের শরীর ভালো জিনিসের জন্যই তৈরি। কিন্তু আমি এর কদর করিনি। এর ফলেই এই স্থুলত্ব। আমি আমার সবচেয়ে পছন্দের কাড ডান্সিংও উপভোগ করতে পারছিলাম না।
5/6
এরপর প্রচুর পরিশ্রম করে ওজন কমিয়েছেন অভিকা। তাঁর এই লুক অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছে। এক বছরের মধ্যে এই পরিবর্তন সবাইকে চমকে দিয়েছে।
6/6
অভিকা বর্তমানে রোডিজ খ্যাত মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে সম্পর্কে রয়েছেন। এই জুটির বিভিন্ন ছবি অনুরাগীদের নজর কেড়ে নেয়।
Sponsored Links by Taboola