Awaiting Trailer Launch: মুক্তি পেল অর্ণব মিদ্যা পরিচালিত 'অ্যাওয়েটিং'-এর ট্রেলার

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে

1/8
সম্প্রতি মুক্তি পেল পরিচালক অর্ণব মিদ্যা পরিচালিত আগামী ছবি 'অ্যাওয়েটিং'-এর ট্রেলার। শহরের এক পাঁচাতারা হোটেলে হল অনুষ্ঠান। হাজির ছিলেন ছবির কলাকুশলীরা।
2/8
ছবিতে বিভিন্ন মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সায়ন্তনী গুহ ঠাকুরতা, সাহিল ফুল, অনুষা বিশ্বনাথন, ঈশান মজুমদার।
3/8
ছবিটির গল্প সম্পর্কে পরিচালক এবিপি লাইভকে বলেছিলেন, 'এক কথায় বলতে এটি একটি প্রতীক্ষার গল্প। চারটে প্রধান চরিত্র। সুনন্দার স্বামী সেনাবাহিনীতে চাকরি করেন। স্বামীর অপেক্ষায় দিন কাটে সুনন্দার। এর মধ্যে একদিন হঠাৎই স্বামী ফোন করে বলেন যে তিনি বাড়ি ফিরছেন, কিন্তু বছর খানেক কেটে গেলেও তিনি ফিরে আসেন না।'
4/8
অন্যদিকে সুনন্দার সঙ্গে থাকে তাঁর ননদ দিয়া, যে শারীরিক প্রতিবন্ধী। ননদকে নিয়েই দিন কাটে তাঁর। এরই মাঝে সুনন্দার জীবনে আসেন তাঁর স্বামীর ছোটবেলার বন্ধু। তিনি পেশায় ডাক্তার। সুনন্দার সঙ্গে তাঁর একটা সম্পর্ক গড়ে ওঠে। ত্রিকোণ প্রেমের গল্পে সুনন্দা শেষ পর্যন্ত কাকে বেছে নেবে, এবং দিয়া অর্থাৎ ওঁর ননদের ঠিক কী ভূমিকা থাকবে তাঁর জীবনে, সেই নিয়েই সম্পর্কের গল্প বোনা হয়েছে।
5/8
ছবিতে একটি গান রয়েছে। যেটি লিখেছেন ও সুর দিয়েছেন সঙ্গীত জগতের বিখ্যাত কম্পোজার রণজয় ভট্টাচার্য। গেয়েছেন বিখ্যাত ইমন চক্রবর্তী।
6/8
পরিচালকের কথায়, 'সংক্ষেপে বলতে গেলে গানটি একটা ট্রান্সিশনাল পিরিয়ডে ড্রিম সিক্যোয়েন্সের কথা মাথায় রেখে তৈরি হয়েছে। এটি একটি রোম্যান্টিক গান, যা শ্রোতাদের একাকিত্বে সঙ্গ দিতে পারে।'
7/8
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে চলল দেদার ফটোসেশন। সকলের সঙ্গে আলাপচারিতার মাঝে হল কেক কাটাও।
8/8
ছবির গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। ওটিটিতে মুক্তি পাচ্ছে অর্ণব মিদ্যা পরিচালিত 'অ্যাওয়েটিং'।
Sponsored Links by Taboola