'Bade Miyan Chote Miyan' Trailer Out: মুক্তি পেল 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র ট্রেলার, অক্ষয়-টাইগারের সিনেমা আসছে কবে?
বহু প্রতীক্ষিত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির ট্রেলার মুক্তি পেল আজ। ছবি ঘোষণার সময় থেকেই নজর কেড়েছিল দর্শকের। ছবি: PTI
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্রথম পর্দায় জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির ট্রেলার অবশেষে আজ মুক্তি পেল। প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পাবে এই ইদে। ছবি: ইনস্টাগ্রাম
ভরপুর অ্যাকশন, মারপিট, গুলিবর্ষণ, খুন, জখম, সেই সঙ্গে মজা, ঠাট্টা, রসবোধ - 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির ট্রেলারে মিলল এমনই ঝলক। শিহরণ জাগানো এক টালমাটাল সফরের সঙ্গী হবেন দর্শক, তা বলার অপেক্ষা রাখে না। ছবি: PTI
ট্রেলারে অক্ষয় ও টাইগারের চরিত্রের ঝলক মেলে। তাঁরা এমন দুই মানুষ যাঁরা যে কোনও পরিস্থিতি, যেভাবে সম্ভব, দেশকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। ছবি: PTI
বেশ কঠিন স্টান্টের ঝলক দেখা যায়, রয়েছে শিহরণ জাগানো সংলাপও। বিরোধীদের দ্বারা হাইজ্যাক হয়ে যাওয়া এক ভয়ানক অস্ত্র উদ্ধার করার মিশনে বেরিয়ে পড়ে তাঁরা। ছবি: PTI
এই মিশনে তাঁদের সঙ্গী মানুষী চিল্লর ও আলায়া এফ। ভিলেন কবীরের চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন। প্রায় ৩ মিনিট ধরে চলা ট্রেলার বেশ আশাব্যাঞ্জক। ছবি: ইনস্টাগ্রাম
একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়ে দেখা যাবে এই ছবি। ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ছবি: PTI
প্রথম 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে যার পরিচালক ছিলেন ডেভিড ধবন। অভিনয় করেছিলেন গোবিন্দা ও অমিতাভ বচ্চন। ছবি: PTI
তারপর এগিয়ে এসে যদি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পা রাখা যায়, নতুন ধরনের 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র ঘোষণা ইন্ডাস্ট্রিতে ঝড় তোলে। ছবি: PTI
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে অক্ষয় কুমার বলেন, 'অ্যাকশন এবং কমেডির সঙ্গে স্টান্টের মিশ্রণ, এই সিনেমাটিকে আমার হৃদয়ের কাছাকাছি করে তুলেছে।' ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -