Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
New Bengali Film: শেষ হল বাপ্পার ছবি 'ত্রিভুজ'-এর শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি?
সম্প্রতি তিনি শেষ করলেন অ্য়ান্থোলজি 'ত্রিভুজে'-এর শ্য়ুটিং। কলকাতা, বর্ধমান ও শান্তিনিকেতনের একাধিক জায়গায় হয়েছে ছবির শ্য়ুটিং।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবিতে কয়েকটু বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, বাসবদত্তা চট্টোপাধ্য়ায়, অপরাজিতা ঘোষ, সায়ন্তনী গুহঠাকুরতা, আকাশ সিনহা, দেবেশ রায় চৌধুরী, অনিন্দ্য বন্দ্য়োপাধ্য়ায়, সৌম্য বন্দ্য়োপাধ্য়ায়, দেবপ্রসাদ হালদার ও ফিরদৌসী বসু।।
ছবির নাম 'ত্রিভুজ'। তিনটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি।
প্রত্যেকটা গল্পই থ্রিল, সাসপেন্স ও রহস্য়ে ভরপুর।। এছাড়াও রয়েছে রোমান্টিক বেশ কিছু মুহূর্তের কোলাজ।
সম্প্রতি শহরের এক রোস্তোরাঁয় হয়ে গেল ছবির ব়্য়াপ আপ পার্টি। যেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।
চলতি বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে ছবি ঘিরে ইতিমধ্য়েই শুরু হয়েছে উন্মাদনা।
প্রথম গল্পটি পেন্টিং নিয়ে , পরেরটি ফটোগ্রাফি এবং শেষেরটি ভিডিওগ্রাফি, সূত্র ধরেই বেঁধে রেখেছেন পরিচালক।
এই ছোট গল্প গুলি সবকটি পরিচালকের নিজের ভাবনায় ও স্ক্রিপ্ট করেছেন জয়দীপ ও সৌমীত। মিউজিক করছেন প্রাঞ্জল দাস। আর্টে সুরজীত ও অর্পন।
রূপসজ্জায় সুরজীত পাল, সম্পাদনা করছেন অরিত্র দত্ত বনীক।এবং সিনেমাটোগ্রাফিতে অপু মুখোপাধ্যায়। এই ছবির প্রযোজনা করেছেন সুমিত ভট্টাচার্য।
প্রসঙ্গত, ২০২১ এর ১৭ ই সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল পরিচালক বাপ্পার প্রথম ছবি 'শহরের উপকথা'। বিখ্য়াত নাট্য়কার বাদল সরকারের লেখা 'বাকি ইতিহাস' নাটক অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -