Bappi Lahiri Last Rites : উচ্চারিত হল ' অসতো মা সদ্গময় ', চলে গেলেন ডিস্কো কিং, ধরা রইল মুহূর্ত-ছবি
পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন বাপি লাহিড়ি। চোখের জলে সকলে বিদায় জানাল প্রিয় বাপ্পি দাকে !
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষ যাত্রায় সামিল হন অগণিত মানুষ। জুহুর বাড়ি থেকে ভিলে পার্লের পবনহংস শ্মশানের দূরত্ব আড়াই কিলোমিটার।
সময় লাগে মাত্র ১০ মিনিট। সেই পথই এদিন পেরোতে সময় লাগল প্রায় একঘণ্টা।
বাপি লাহিড়ির শেষকৃত্যে হাজির বিদ্যা বালন, শক্তি কাপুর, ইলা অরুণ, অলকা ইয়াগনিক, মিকা সিং, বিন্দু দারা সিংয়েরা।
কভি আলবিদা না কহেনা...। এই গানের সুরস্রষ্টাকে চোখের জলে বিদায় জানাল মুম্বই। সকাল ১০টা নাগাদ জুহুর লাহিড়ি হাউস থেকে শুরু হয় অন্তিম যাত্রা। ফুলে সাজানো ট্রাকে নিয়ে ডিস্কো কিংয়ের মরদেহের সঙ্গে ছিলেন আত্মীয়-পরিজনেরা।
সুরের জাদুতে প্রজন্মের পর প্রজন্মকে মাতিয়ে রেখেছিলেন। ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় সুরকার ও গায়ক বাপি লাহিড়ির।
শেষকৃত্যর আগে হয় পুটোপাঠ । ওঠে হরিবোল ধ্বনি। উচ্চারিত হয় উপনিষদের শ্লোক। মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন পরিবারের সদস্যরা
অন্তিমযাত্রায় তাঁর মরদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন মেয়ে রিমা। তাঁর ছোট্ট ছেলেও দাদুকে হারানোর বেদনায় কাতর।
বাপি লাহিড়ির চিতায় অগ্নিসংযোগ করেন ছেলে বাপ্পা লাহিড়ি।
সুরের জাদুতে প্রজন্মের পর প্রজন্মকে মাতিয়ে রেখেছিলেন। এবার তিনিই চলে গেলেন অন্য সুরোলোকে। চোখের জলে শেষ বিদায় জানানো হল ডিস্কো কিংকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -