Bappi Lahiri Demise: সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন, প্রয়াত বাপি লাহিড়ি
প্রয়াত সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ি। বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ের জুহুর একটি নার্সিংহোমে জীবনাবসান হয় তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’ জনেই ছিলেন গানের জগতের মানুষ।
কিশোর কুমারের আত্মীয় বাপি লাহিড়ি বড় হয়েছেন সঙ্গীতের পরিবেশে। বাবা-মায়ের প্রভাবেই তাঁরও সঙ্গীতের জগতে পদার্পণ।
৩ বছর বয়সে তবলা বাজানো দিয়ে শুরু। সাতের দশক থেকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’ সহ বহু বিখ্যাত ছবিতে তিনি সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক জনপ্রিয় গান। ২০২০ সালে তাঁর শেষ গান ‘বাগি থ্রি’-র জন্য।
গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
গানের পাশাপাশি রাজনীতিতেও উৎসাহী ছিলেন বাপি লাহিড়ি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রে বিজেপি-র হয়ে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি।
জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক বাপি লাহিড়ি সোনার গয়নার জন্যও বিখ্যাত ছিলেন। তিনি প্রচুর সোনার গয়না পরতেন।
মুম্বইয়ের যে হাসপাতালে বাপি লাহিড়ি ভর্তি ছিলেন সেখানকার চিকিৎসক দীপক নমজোশী জানিয়েছেন, ‘বাপি লাহিড়ি প্রায় একমাস হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে বাড়িতে চিকিৎসককে ডাকা হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর নানারকম সমস্যা ছিল। মাঝরাতে তিনি প্রয়াত হন।’
সলমন খানের সঙ্গে ‘বিগ বস ১৫’-তে দেখা গিয়েছিল বাপি লাহিড়িকে। সেখানে তিনি নাতি স্বস্তিকের নতুন গান ‘বাচ্চা পার্টি’ প্রচার করেন।
বাপি লাহিড়ির প্রয়াণে বাংলা সহ সারা দেশের সঙ্গীতপ্রেমীরা শোকাহত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -