Bappi Lahiri Demise: 'এই তো জীবন...', কিংবদন্তি বাপি লাহিড়ির অজানা তথ্য
গতকাল বাংলা তথা দেশের মানুষ যখন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাচ্ছন্ন, তখন মুম্বইয়ের এক হাসপাতালে প্রায় গভীর রাতে প্রয়াত হন বাপি লাহিড়ি। দেখে নেওয়া যাক তাঁর অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিংবদন্তি বাপি লাহিড়ির আসল নাম অলোকেশ লাহিড়ি।১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু জনেই ছিলেন সঙ্গীত শিল্পী।
১৯৮৬ সালের ঘটনা। এক বছরে ৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম ওঠে বাপি লাহিড়ির।
২০০৮ সালে বাপি লাহিড়ির 'জিমি জিমি' গানটি রিমেক করা হয় হলিউড ছবিতে। এই গানের জন্য তাঁর নাম রয়েছে লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্সেও।
১৯৮৯ সালে জোনাথন রসের আমন্ত্রণে বিবিসি লন্ডন অনুষ্ঠানে লাইভ পারফর্ম করেন বাপি লাহিড়ি। তিনিই একমাত্র ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে আমন্ত্রিত ছিলেন সেখানে।
তিনি আন্তর্জাতিক স্তরে নিজেকে তুলে নিয়ে গিয়েছিলেন। বিশ্বের জনপ্রিয় তারকা লেডি গাগা থেকে একন, সকলের সঙ্গেই কাজ করেছেন।
১৯৯৬ সালে মাইকেল জ্যাকসন মুম্বইতে আসেন। তাঁর সঙ্গেও হৃদ্যতা ছিল বাপি লাহিড়ির। মুম্বইয়ে মাইকেল জ্যাকসনের কনসার্ট। ভারতীয় সঙ্গীত জগত থেকে সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন একজনই। তাঁর নাম বাপি লাহিড়ি
বহু ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে বাপি লাহিড়িকে। ''ওম শান্তি ওম, 'ম্যায় অউর মিসেস খন্না' এবং আরও অনেক ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
বহু সিলভার জুবিলি রেকর্ড করা ছবিতে সুর দিয়েছেন বাপি লাহিড়ি।
সোনার গহনার প্রতি অমোঘ আকর্ষণ ছিল বাপি লাহিড়ির। গত বছর ধনতেরসে সোনার টি সেট কেনেন বলে জানা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -