Bappi Lahiri Passes Away: দশ দিনের ব্যবধানে দুই কিংবদন্তির প্রয়াণ, ভাইরাল লতা মঙ্গেশকরের সঙ্গে বাপি লাহিড়ির ছবি
প্রয়াত বাপি লাহিড়ি। গতকাল প্রায় মধ্যরাতে প্রয়াত হন তিনি। একমাস ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার ছুটে পেলেও মঙ্গলবারই আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়। ফের ভর্তি করা হয় হাসপাতালে। আর গতকাল প্রায় মধ্যরাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র দশ দিনের ব্যবধানে চলে গেলেন দুই কিংবদন্তি, লতা মঙ্গেশকর ও বাপি লাহিড়ি। নেট দুনিয়ায় ভাইরাল সুর সম্রাজ্ঞীর সঙ্গে সকলের প্রিয় বাপি দার বেশ কিছু পুরনো ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক ফ্রেমে তিন কিংবদন্তি। লতা মঙ্গেশকর, কিশোর কুমার এবং বাপি লাহিড়ি।
লতা মঙ্গেশকরের সঙ্গে ছোট্ট বাপি লাহি়ড়ি। মাত্র কয়েকদিন আগেই লতা মঙ্গেশকরের প্রয়াণে এই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, 'মা'
লতা মঙ্গেশকরের সঙ্গে বাপি লাহিড়ি। মাত্র ৬৯ বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন সকলের প্রিয় বাপি দা।
তিন রত্ন। কিশোর কুমার, লতা মঙ্গেশকর ও বাপি লাহিড়ি।
নেট দুনিয়ায় ভাইরাল মাত্র কয়েকদিন আগে প্রয়াত লতা মঙ্গেশকরের সঙ্গে বাপি লাহিড়ির এই সমস্ত পুরনো ছবি।
নেট দুনিয়া ভারাক্রান্ত গত কিছুদিন ধরে একের পর এক কিংবদন্তির প্রয়াণে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -