Barkha Sengupta Birthday: টলি থেকে বলিতে চুটিয়ে অভিনয়, ব্যক্তিগত জীবনে টানাপোড়েন, অন্যভাবে চিনে নিন বরখা বিস্ত সেনগুপ্তকে

আজ জন্মদিন বলিউড ও টলিউড অভিনেত্রী বরখা বিস্ত সেনগুপ্তর। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বাংলা ছবি, হিন্দি ছবি, হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ বরখা। 'কিতনি মস্ত হ্যায় জিন্দেগী' ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ হয় তাঁর।

বড় পর্দায় বরকার ডেবিউ হয় 'রাজনীতি' ছবি দিয়ে। এই ছবিতে একটি আইটেন গানে দেখা যায় তাঁকে।
বাংলা ছবিতে বরখাকে প্রথমবার দেখা যায় 'দুই পৃথিবী' ছবিতে। জিৎ ও দেব অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন তিনি।
আসলে উত্তরাখণ্ডের হলেও বরখার ছোটবেলা কেটেছে কলকাতায়। তিন বোনের মধ্যে সবথেকে ছোট তিনি।
সহ-অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরখা। কয়েক বছর সম্পর্কে থাকার পর নতুন জীবন শুরু করেন তাঁরা।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বর্তমানে বরখা এবং তাঁর স্বামী ইন্দ্রনীলের মধ্যে সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। তাঁরা আলাদা থাকছেন বলেও শোনা যায়।
'আমি সুভাষ বলছি' থেকে 'ভিলেন'-এর মতো বাংলা ছবিতে অভিনয় করেছেন। আবার রণবীর সিংহের 'গোলিওকি রাসলীলা রামলীলা' ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
কেরিয়ারে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন বরখা। 'কসৌটি জিন্দেগি কে' থেকে 'লাল ইশক' কিংবা 'ইয়ে হ্যায় আশিকি' ও আরও অনেক ধারাবাহিকে দেখা গিয়েছে।
ওসেব সিরিজেও অভিনয় করেছেন বরখা। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -