Shah Rukh Khan: 'জওয়ান'-এর আগে যে সমস্ত ছবিতে দ্বৈত চরিত্রে নজর কেড়েছেন কিং খান
জওয়ান - আপাতত শাহরুখ খান তৈরি হচ্ছেন তাঁর নতুন ছবি 'জওয়ান'-এর জন্য। অ্যাকশনে ঠাসা অ্যাটলি পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। শোনা যাচ্ছে ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। একজন ইন্টেলিজেন্স অফিসার, অপরজন চোর। তবে এই প্রথম কোনও ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি, এমন নয়। এর আগে একাধিক ছবিতে তিনি ডবল রোলে অভিনয় করেছেন, যেগুলি বক্স অফিসে ব্যবসাও মোটামুটি ভালই করেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফ্যান - শাহরুখ খানের দ্বৈত চরিত্রে অভিনীত ছবির নামের তালিকায় ওপরের দিকে আসে 'ফ্যান'। তাঁকে এই ছবিতে মহাতারকা আরিয়ান খান ও তাঁর অনুরাগী গৌরবের চরিত্রে দেখা যায়। এই ছবি বিশ্বজুড়ে বক্স অফিসে ১৮২.৩৩ কোটি টাকার আয় করে।
পহেলি - রানি মুখোপাধ্যায়ের বিপরীতে 'পহেলি' ছবিতে নজর কেড়েছিলেন অভিনেতা। একটি চরিত্র সাধারণ মানুষের, যাঁর বিয়ে হয়েছিল রানির সঙ্গে, অপরজন অশরীরী যিনি রানির স্বামীর শরীরে আবির্ভূত হয়েছিলেন। ২০০৫ সালের এই ছবি ৩২ কোটি টাকার ব্যবসা করে।
ওম শান্তি ওম - ফারহা খান পরিচালিত এই ছবি পুনর্জন্মের ওপর ভিত্তি করে তৈরি হয়। শাহরুখ খানকে এই ছবিতে মহাতারকা ও জুনিয়র আর্টিস্টের চরিত্রে দেখা যায়। এই ছবি সুপারহিট ঘোষণা হয়। আয় করে ১৫০ কোটি টাকা।
ডুপ্লিকেট - মহেশ ভট্ট পরিচালিত এই ছবিতে শাহরুখ খানকে শেফ ও অপরাধীর চরিত্রে দেখা গিয়েছিল। ১৯৯৮ সালে এই ছবি বক্স অফিসে ২১.৪৯ কোটি টাকার ব্যবসা করে যা এই সময় দাঁড়িয়ে প্রায় ৮২ কোটি টাকার সমান।
ডন - শাহরুখ খান এই ছবিতে একদিকে যেমন হৃদয়হীন ডনের চরিত্রে অভিনয় করেন, অন্যদিকে একইভাবে নিরীহ 'ডপলগ্যাঙ্গার'-এর চরিত্রে দেখা যায়। বক্স অফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।
কর্ণ অর্জুন - শাহরুখ ও সলমনের একসঙ্গে অভিনীত জনপ্রিয় ছবি। কর্ণ ও অর্জুন, দুই জনেরই এই ছবিতে পুনর্জন্ম হয়েছিল। ১৯৯৫ সালের এই ক্লাসিক ছবি ৪৩ কোটি টাকার ব্যবসা করে।
রা ওয়ান - একজন বিজ্ঞানী, অপরজন তাঁরই সৃষ্টি করা ভার্চুয়াল সংস্করণ। এই ছবির বিশ্বজুড়ে ব্যবসার পরিমাণ ছিল ২০৩.৯৫ কোটি টাকা।
রব নে বনা দি জোড়ি - এই ছবিতে শাহরুখ ঠিক দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন বলা চলে না। কিন্তু তাঁর চরিত্র দুই ব্যক্তিত্বকে নিয়ে চলত। সুরিন্দর নামের এক সাধারণ ব্যক্তি স্ত্রীয়ের মন পেতে বেশ বদলে রাজ হয়ে উঠত। বিশ্বজুড়ে এই ছবি ১৫১.৫৮ টাকার ব্যবসা করে।
ইংলিশ বাবু দেশি মেম - এই ছবিতে দুই নয়, তিন চরিত্রে অভিনয় করেছিলেন। একদিকে ব্যবসায়ী গোপাল ময়ূর, এবং তাঁর দুই ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন যদিও তাঁরা যমজ ছিল না। এই ছবি ৬.৮৯ কোটি টাকা আয় করে এবং সেই সময় ফ্লপ বলে ঘোষিত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -