Bollywood: 'জওয়ান' ছবিতে নয়নতারার অ্যাকশনে মুগ্ধ? ১০ নায়িকা যাঁরা নজর কেড়েছেন 'ফাইটিং' দৃশ্যে
আলিয়া ভট্ট - একের পর এক নতুন ধরনের চরিত্রে নজর কাড়েন আলিয়া। সম্প্রতি হলিউডে পা রেখেছেন। 'হার্ট অফ স্টোন' ছবিতে স্টান্ট করতে দেখা গেছে তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাধুরী দীক্ষিত - বলিউডের 'ডান্সিং ক্যুইন' বেশ কিছু স্টান্ট করেছিলেন 'গুলাব গ্যাং' ছবির জন্য।
সোনাক্ষী সিন্হা - একাধিক দুর্দান্ত ফাইটিং দৃশ্যে নজর কেড়েছেন সোনাক্ষী। ছবির নাম 'আকিরা'।
তাপসী পান্নু - 'নাম শাবানা' ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যায়। এছাড়া তাঁকে 'বেবি' ছবিতেও ফাইট সিক্যোয়েন্সে দেখা গিয়েছিল।
ক্যাটরিনা কাইফ - অ্যাকশন দৃশ্যের প্রসঙ্গ এলে ক্যাটের নাম ভোলা যাবে না। 'টাইগার জিন্দা হ্যায়' ছবিতে অ্যাকশন করেছেন তিনি।
রানি মুখোপাধ্যায় - সিনিয়র ইনস্পেক্টর শিবানী শিবাজি রায়কে মনে আছে? খালি হাতেই কুপোকাত করেছিলেন গুণ্ডাদের। 'মরদানি' ছবিতে নজর কাড়েন রানি।
দীপিকা পাড়ুকোন - চলতি বছরের শুরুতেই 'পাঠান' ছবিতে ফাটাফাটি অ্যাকশন করতে দেখা যায় দীপিকাকে। প্রসঙ্গত, 'জওয়ান' ছবিতেও ক্যামিও চরিত্রে অ্যাকশন করবেন তিনি।
প্রিয়ঙ্কা চোপড়া - একাধিক ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন পিগি চপস। তার মধ্যে 'ডন' ও 'সিটাডেল' বিশেষ উল্লেখযোগ্য।
সামান্থা রুথ প্রভু - দক্ষিণী অভিনেত্রীকে বেশ কিছু ডেয়ারডেভিল স্টান্ট করতে দেখা গেছে 'যশোদা' ও 'সিটাডেল' ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -