Anirban Chakraborty: কিশোর বয়সে 'পুজোর প্রেম'-এর কী অভিজ্ঞতা একেন বাবুর?

ঢাকে কাঠি পড়তে মেরেকেটে আর বাকি মাত্র কয়েকটা দিন। শহর থেকে জেলা সেজে উঠছে পুজোর সাজে। পাড়ায় পাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

কিশোর বয়সে 'পুজোর প্রেম'-এর কী অভিজ্ঞতা একেন বাবুর?

1/10
বাংলার সেলেবদেরও পুজো প্রস্তুতিও এক্কেবারে তুঙ্গে। উমা বাপের বাড়ি আগমনের এই কটা দিন কীভাবে কাটবেন সবার প্রিয় 'একেন বাবু'?
2/10
পুজোয় কলকাতার ভিড়, হইহট্টগোল না পসন্দ অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর।
3/10
তাই এই কয়েকদিন কলকাতার বাইরেই কাটাতে পছন্দ করেন অভিনেতা।
4/10
গত বেশ কয়েক বছর ধরেই তাই এইসময় নিজের পছন্দমত জায়গায় ঘুরে বেড়াতে ভালবাসেন তিনি।
5/10
তাঁর প্রথম ভালবাসা পাহাড়, তারপর জঙ্গল আর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সমুদ্র।
6/10
তবে এবছর কোনও সাগরদ্বীপেই নিরিবিলিতে সময় কাটাতে চলেছেন পর্দার এই গোয়েন্দা।
7/10
যদিও শ্য়ুটিং-এ যাওয়ার সময় তিলোত্তমাকে পুজোর সাজে সেজে উঠতে দেখতে বেশ ভালবাসেন অভিনেতা।
8/10
তাঁর কথায়,'আমি প্রত্য়ক্ষভাবে উৎসবে সামিল না হলেও এত মানুষের আনন্দ দেখেই আমার মন ভরে যায়।'
9/10
অনির্বাণ চক্রবর্তী জানান, তিনি সচরাচর পুজোর শপিং করেন না। কারণ সারাবছরই ধরে কেনাকাটা চলতে থাকে। তবে আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য় কিছু না কিছু কেনা হয়েই যায়।
10/10
অনির্বাণ চক্রবর্তী জানান, অনেক চেষ্টা করেও পুজোয় প্রেম হয়নি অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর। কিশোর বয়েসে, কলেজে পড়ার সময় একাধিকবার চেষ্টা করলেও পুজোয় প্রেম করা আর হয়ে ওঠেনি তাঁর।
Sponsored Links by Taboola