Anirban Chakraborty: কিশোর বয়সে 'পুজোর প্রেম'-এর কী অভিজ্ঞতা একেন বাবুর?
ঢাকে কাঠি পড়তে মেরেকেটে আর বাকি মাত্র কয়েকটা দিন। শহর থেকে জেলা সেজে উঠছে পুজোর সাজে। পাড়ায় পাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
কিশোর বয়সে 'পুজোর প্রেম'-এর কী অভিজ্ঞতা একেন বাবুর?
1/10
বাংলার সেলেবদেরও পুজো প্রস্তুতিও এক্কেবারে তুঙ্গে। উমা বাপের বাড়ি আগমনের এই কটা দিন কীভাবে কাটবেন সবার প্রিয় 'একেন বাবু'?
2/10
পুজোয় কলকাতার ভিড়, হইহট্টগোল না পসন্দ অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর।
3/10
তাই এই কয়েকদিন কলকাতার বাইরেই কাটাতে পছন্দ করেন অভিনেতা।
4/10
গত বেশ কয়েক বছর ধরেই তাই এইসময় নিজের পছন্দমত জায়গায় ঘুরে বেড়াতে ভালবাসেন তিনি।
5/10
তাঁর প্রথম ভালবাসা পাহাড়, তারপর জঙ্গল আর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সমুদ্র।
6/10
তবে এবছর কোনও সাগরদ্বীপেই নিরিবিলিতে সময় কাটাতে চলেছেন পর্দার এই গোয়েন্দা।
7/10
যদিও শ্য়ুটিং-এ যাওয়ার সময় তিলোত্তমাকে পুজোর সাজে সেজে উঠতে দেখতে বেশ ভালবাসেন অভিনেতা।
8/10
তাঁর কথায়,'আমি প্রত্য়ক্ষভাবে উৎসবে সামিল না হলেও এত মানুষের আনন্দ দেখেই আমার মন ভরে যায়।'
9/10
অনির্বাণ চক্রবর্তী জানান, তিনি সচরাচর পুজোর শপিং করেন না। কারণ সারাবছরই ধরে কেনাকাটা চলতে থাকে। তবে আত্মীয়স্বজনকে দেওয়ার জন্য় কিছু না কিছু কেনা হয়েই যায়।
10/10
অনির্বাণ চক্রবর্তী জানান, অনেক চেষ্টা করেও পুজোয় প্রেম হয়নি অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর। কিশোর বয়েসে, কলেজে পড়ার সময় একাধিকবার চেষ্টা করলেও পুজোয় প্রেম করা আর হয়ে ওঠেনি তাঁর।
Published at : 05 Oct 2023 11:46 PM (IST)