Bengali Cinema: বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প, সামনে এল ‘অপরাজিতা’-র ফার্স্ট লুক
‘অপরাজিতা’ একটি মেয়ে ও তার বাবার সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের গল্প। বাবা-মেয়ের মধ্যে বাক্যালাপ নেই। অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন তুহিনা দাস। তার বাবার চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায়
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক ছাদের তলাতে থাকা সত্ত্বেও বাবা-মেয়ের সঙ্গে চলে ইগোর লড়াই। যে যার মতোই করেই একসঙ্গে বসবাস।
আর এই ইগোর লড়াইয়ের যুক্তিসঙ্গত কারণও রয়েছে। মেয়ে-বাবার একে অপরের সঙ্গে কথাবার্তা নেই।শুধমাত্র একটি ডায়েরি দুজনের সংযোগের সেতু হয়ে রয়েছে।
অপরাজিতা একটি আত্মনির্ভরশীল মহিলা। কর্পোরেট কোম্পানির কর্মী। তার বয়ফ্রেন্ডও রয়েছে-নাম সাহেব।সাহেবের সঙ্গে অপরাজিতা তাঁর রাগ-দুঃখ-অভিমান দেখাতে পারে। এই সম্পর্ক অপরাজিতার বহিঃপ্রকাশের জায়গা।
অপরাজিতার দিদি আমেরিকায় থাকে। সাহেব কিংবা তার দিদি কেউই অপরাজিতার সঙ্গে তার বাবার সম্পর্ক মেরামত করতে পারে না।
তাদের পারিবারিক চিকিৎসকও এই প্রজন্মের সঙ্গে সামাজিক ও পারস্পরিক দূরত্বের বিষয়টি তুলে ধরেন।
গল্প যত এগোয় বাবা-মেয়ের সম্পর্ক তত জটিল হয়ে উঠতে থাকে . যেন অন্তহীন এই টানাপোড়েন...
শেষমেশ এই সম্পর্কের পরিণতি কী হয় তাই নিয়েই এই ছবি।
রোহন সেনের এই ছবিটি আমাদের সামাজিক প্রেক্ষাপটে রীতিমতো আয়না তুলে ধরার একটি হৃদয়স্পর্শী কাহিনী. যেটা অনেকেই হয়তো চারপাশে বা নিজস্ব জীবনে অনুভব করে থাকবেন
দর্শকের এই ছবি কতটা ভাললাগে এখন অপেক্ষা সেটাই দেখার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -