Serial Update: শ্যামলী-অনিকেতের বিয়ের ঘটনায় নতুন চমক ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'-তে
ধারাবাহিক (Bengali Serial) 'কোন গোপনে মন ভেসেছে'-তে নতুন মোড়। কিঞ্জলকে হত্যার দায় এসে পড়ে শ্যামলীর ওপর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইচ্ছা করেই, নিজেদের বাঁচাতে, শ্যামলীকে ফাঁসাতে চায় অরুণাভ ও তৃষা। ইতিমধ্যেই অনিকেত জানতে পারে, ব্যারেজে কিছু যান্ত্রিক গন্ডোগোলের কারণেই জল এসে পড়েছিল আচম্বিতে আর তাতেই মৃত্যু হয়েছে কিঞ্জলের। শ্যামলীর সঙ্গে আদৌ এর কোনও যোগ নেই।
এর আগে ধারাবাহিকে দেখানো হয়েছে, কিঞ্জল শ্যামলীকে প্রেম প্রস্তাব দিলেও তাতে রাজি হয় না শ্যামলী। কিঞ্জল জেদ ধরে, শ্যামলী উত্তর না দিলে, সে নদীর ওপর পাথরের ধারেই দাঁড়িয়ে থাকবে।
শ্যামলী বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। কিন্তু হঠাৎ সে দেখে, ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। সাবধান করার আগেই, ওই জলে তলিয়ে যায় কিঞ্জল।
এই ঘটনায়, নিজেদের বাঁচাতে ও শ্যামলীকে ফাঁসাতে চায় অরুণাভ ও তৃষা। ইতিমধ্যেই অনিকেত জানতে পারে, ব্যারেজে কিছু যান্ত্রিক গন্ডোগোলের কারণেই জল এসে পড়েছিল আচম্বিতে আর তাতেই মৃত্যু হয়েছে কিঞ্জলের। শ্যামলীর সঙ্গে আদৌ এর কোনও যোগ নেই। কিঞ্জলকে খুনের দায় থেকে বেঁচে যায় শ্যামলী। তবে এতে ভীষণ রেগে যায় অদিতি। রাগের বসে সে শ্যামলীকে চড় মারে।
আর এই ঘটনাকে সংবাদমাধ্যম একেবারে অন্যভাবে প্রচার করে। যেন শ্যামলীর ওপর অত্যাচার করে অদিতি।
এর ফলে, মানবাধিকার লঙ্ঘন-সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয় অনিকেতের মা অদিতিকে। উকিল বলে, এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল শ্যামলীকে পরিবারের একজন সদস্য করে নেওয়া।
এই খবরকে সত্যি বলে দাবি করে শ্যামলীর দুই ভাইও। এর ফলে, মানবাধিকার লঙ্ঘন-সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয় অনিকেতের মা অদিতিকে।
উকিল বলে, এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল শ্যামলীকে পরিবারের একজন সদস্য করে নেওয়া।
ঠিক হয়, শ্যামলীকে বিয়ে করবে অনিকেত। তবে শ্যামলী কি রাজি হবে অনিকেতকে বিয়ে করতে নাকি আরও জটিল হবে পরিস্থিতি? এই উত্তর মিলবে ধারাবাহিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -