Bengali Serial: বিরতির পরে ছোটপর্দায় ফিরছেন বিশ্বজিৎ, বিপরীতে 'ঘটকদিদি' ঋতু
নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন বিশ্বজিৎ, ধারাবাহিকের নাম 'মালাবদল'। এই ধারাবাহিকে একজন উকিলের ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে ঋতু পাইকে। তাঁর চরিত্র একজন ঘটকের।
বেশ অনেকদিনের বিরতির পরে নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন বিশ্বজিৎ। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ধারাবাহিক খেলনাবাড়িতে।
এই ধারাবাহিকের হাত ধরেই মুখ্যভূমিকায় দেখা যাবে ঋতুকে। এর আগে অন্যান্য চরিত্রে অভিনয় করলেও মুখ্যভূমিকায় দেখা যায়নি ঋতুকে।
এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী সঞ্চারী। এই ধারাবাহিকে থাকছেন অন্যান্য চেনা মুখও।
মালাবদল -এ শন-এর চরিত্রে থাকছেন আয়ুষ। এর আগে বড়পর্দায় ফেলুদার চরিত্রে তোপসের ভূমিকায় দেখা গিয়েছিল আয়ুষকে।
এই ধারাবাহিকের গল্প এমন দুউ চরিত্রকে নিয়ে যাদের একজন ঘটক, সে বিয়ে আয়োজন করে। আর একজন ডিভোর্স আইনজীবী। সে বিবাহবিচ্ছেদের মামলা লড়ে খালি।
ঘটকদিদি দিতিপ্রিয়ার দেওয়া বিয়ে ভাঙেন বিশ্বজিতের চরিত্র, আর সেই কারণেই দুজনের মধ্যে খুব খারাপ সম্পর্ক।
কিন্তু কেমন হবে, যদি হঠাৎ বিয়ে হয়ে যায় এই দুজনেরই? সেই গল্প নিয়েই এগিয়ে যাবে 'মালাবদল'
জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। ৮ জুলাই থেকে সোম থেকে শুক্রবার রাত ১০.১৫-তে দেখা যাবে এই ধারাবাহিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -