Bengali Serial: বিরতির পরে ছোটপর্দায় ফিরছেন বিশ্বজিৎ, বিপরীতে 'ঘটকদিদি' ঋতু

Mada Bodol: এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে ঋতু পাইকে। তাঁর চরিত্র একজন ঘটকের। বিশ্বজিৎ থাকছেন একজন উকিলের চরিত্রে

মালাবদলের গল্প

1/10
নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন বিশ্বজিৎ, ধারাবাহিকের নাম 'মালাবদল'। এই ধারাবাহিকে একজন উকিলের ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথকে।
2/10
এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে ঋতু পাইকে। তাঁর চরিত্র একজন ঘটকের।
3/10
বেশ অনেকদিনের বিরতির পরে নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন বিশ্বজিৎ। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ধারাবাহিক খেলনাবাড়িতে।
4/10
এই ধারাবাহিকের হাত ধরেই মুখ্যভূমিকায় দেখা যাবে ঋতুকে। এর আগে অন্যান্য চরিত্রে অভিনয় করলেও মুখ্যভূমিকায় দেখা যায়নি ঋতুকে।
5/10
এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী সঞ্চারী। এই ধারাবাহিকে থাকছেন অন্যান্য চেনা মুখও।
6/10
মালাবদল -এ শন-এর চরিত্রে থাকছেন আয়ুষ। এর আগে বড়পর্দায় ফেলুদার চরিত্রে তোপসের ভূমিকায় দেখা গিয়েছিল আয়ুষকে।
7/10
এই ধারাবাহিকের গল্প এমন দুউ চরিত্রকে নিয়ে যাদের একজন ঘটক, সে বিয়ে আয়োজন করে। আর একজন ডিভোর্স আইনজীবী। সে বিবাহবিচ্ছেদের মামলা লড়ে খালি।
8/10
ঘটকদিদি দিতিপ্রিয়ার দেওয়া বিয়ে ভাঙেন বিশ্বজিতের চরিত্র, আর সেই কারণেই দুজনের মধ্যে খুব খারাপ সম্পর্ক।
9/10
কিন্তু কেমন হবে, যদি হঠাৎ বিয়ে হয়ে যায় এই দুজনেরই? সেই গল্প নিয়েই এগিয়ে যাবে 'মালাবদল'
10/10
জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। ৮ জুলাই থেকে সোম থেকে শুক্রবার রাত ১০.১৫-তে দেখা যাবে এই ধারাবাহিক।
Sponsored Links by Taboola