Bengali Serial: পর্দায় এবার 'গাঁটছড়া' বাঁধবেন গৌরব-শোলাঙ্কি, থাকবেন শ্রীমা, অনুষ্কা, অনিন্দ্য, রিয়াজও
ছবি সৌজন্যে: ফেসবুক
1/10
আগামী সোমবার অর্থাৎ ২০ ডিসেম্বর থেকে দেখা যাবে নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'। প্রত্যেক রবিবার সন্ধ্যা ৭টায়, স্টার জলসায়।
2/10
প্রথমবার ছোটপর্দায় জুটি বাঁধবেন গৌরব চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায়।
3/10
ধারাবাহিকে ভট্টাচার্য পরিবাররের তিন বোন ও সিংহ রায় পরিবারের তিন ভাইয়ের একে অপরের সঙ্গে পরিচিতি ও সম্পর্ক গড়ে ওঠার গল্প দেখা যাবে।
4/10
'গাঁটছড়া' শব্দের অর্থ বন্ধন। এমন এক বন্ধন যা সম্পূর্ণভাবে আমাদের অদৃষ্টের উপর নির্ভর করে, এমন এক বন্ধন যা ভালবাসা ও প্রতিশ্রুতি দিয়ে গড়ে ওঠে। যদিও, সবসময় আমরা যা চাই তা হয়ে ওঠে না। কারণ নিয়তি আমাদের সকলের জন্যই কিছু না কিছু ঠিক করে রাখে।
5/10
ভট্টাচার্য পরিবারের এই তিন বোন হলেন দ্যুতি, খড়ি ও বনি। তাঁরা সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে। নিজেদের বোন হওয়া সত্ত্বেও তাঁরা প্রত্যেকে একে অপরের থেকে বেশ খানিকটা আলাদা এবং তাঁদের প্রত্যেকের নিজেদের আলাদা স্বপ্ন আছে।
6/10
অন্যদিকে, সিংহ রায় পরিবারের হিরের ব্যবসা। প্রভাব প্রতিপত্তি তাঁদের প্রচুর। সেই বাড়ির তিন ভাই হলেন ঋদ্ধিমান, রাহুল ও কুণাল। এই তিন ভাইয়েরও স্বভাব, চরিত্র ও পছন্দ আলাদা।
7/10
ধারাবাহিকে, দ্যুতির চরিত্রে দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে, খড়ির চরিত্রে শোলাঙ্কি রায় ও বনির চরিত্রে থাকবেন নবাগতা অনুষ্কা।
8/10
অন্যদিকে ফের ছোটপর্দায় দেখা যাবে গৌরব চট্টোপাধ্য়ায়কে। তিনি থাকবেন ঋদ্ধিমানের চরিত্রে, রাহুলের চরিত্রে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে দেখা যাবে ও কুণালের চরিত্রে অভিনয় করবেন রিয়াজ।
9/10
এর আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'প্রথমা কাদম্বিনী'-তে অভিনয় করেন শোলাঙ্কি, অন্যদিকে 'বধূবরণ' ধারাবাহিকে দেখা যায় গৌরবকে।
10/10
চ্যানেলের তরফে আশা এই নতুন ধরনের প্রেম কাহিনি দেখতে বেশ পছন্দ করবেন দর্শক। তার ওপর পর্দায় টাটকা জুটিও দেখবেন তাঁরা।
Published at : 18 Dec 2021 10:51 AM (IST)