Yuganayak Swami Vivekananda: ছোট্ট বিলে এবার নরেন্দ্রনাথ! নতুন মোড় নিল 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ'র কাহিনি
২০২২ সালে শুরু হয়েছিল আকাশ আটের এই ধারাবাহিক 'স্বামী বিবেকানন্দ'। তারপর থেকে বেশ দর্শক আনুকূল্য পেয়েছে এই ধারাবাহিক। এবার গল্পে নতুন মোড়। কাহিনি বিন্যাসে বিলে এবার বড় হয়ে উঠেছে। ছবি- নিজস্ব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিলে বড়ো হয়েছে। এখন সে নরেন্দ্রনাথ। মেট্রোপলিটন স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে এফ এ -র ছাত্র নরেন্দ্রনাথ একই সঙ্গে হয়ে উঠছে যুক্তিবাদী, তার্কিক, অসাধারণ বাগ্মী। চলছে তুমুল অন্তর্দ্বন্দ্ব আধ্যাত্মিকতা ও নাস্তিকতার মধ্যে। ব্রাহ্মসমাজে যোগ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ব্রহ্মসঙ্গীত শিখতে শিখতে মহর্ষি দেবেন্দ্রনাথকে প্রশ্ন করছে 'মহাশয়, আপনি ভগবানকে দেখেছেন কি?' জিজ্ঞাসু অনুসন্ধিৎসু নরেন্দ্রনাথকে আত্মীয় বন্ধু রামচন্দ্র দত্ত ১৮৮১-র নভেম্বরে সিমলে পাড়াতেই সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নিয়ে এলো রামকৃষ্ণ পরমহংসকে গান শোনানোর জন্য। ছবি- নিজস্ব
ঐতিহাসিক সন্ধিক্ষণে বিশ্ববীণা রবে বোধহয় একই সঙ্গে বেজে উঠলো ব্রহ্মসঙ্গীত ও কালীকীর্তন। শ্রীরামকৃষ্ণ পরমহংসের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সুর দেওয়া গান 'তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা' গাইলো ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ। ছবি- নিজস্ব
কিন্তু প্রথম দর্শনে শ্রীরামকৃষ্ণ তাঁর 'লরেনে'র প্রতি আকৃষ্ট হলেও নরেন্দ্রনাথ হলো না। এরপর দ্বিতীয়বার, তৃতীয়বার , চতুর্থবার দর্শন হলো দক্ষিণেশ্বরে। নরেন্দ্রনাথের মন থেকে দূর হলো সব সংশয়। ঘনিষ্ঠতা হলো গুরু শিষ্যের। তখনই নরেন্দ্রনাথের জীবনে এলো তুমুল দুর্যোগ। বিপুল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে মারা গেলেন নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত। ছবি- নিজস্ব
অকুল পাথারে পড়লেন নরেন্দ্রনাথ। একদিকে দুর্মর টান শ্রীরামকৃষ্ণের প্রতি, অন্যদিকে বিধবা মা, অনাথ ভাইদের প্রতি কর্তব্য। দুয়ের টানাপোড়েনের মধ্যে জেরবার নরেন্দ্রনাথ ভবতারিণী মূর্তির সম্মুখে দাঁড়িয়ে তিনবারের চেষ্টাতেও অর্থ, যশ, প্রতিপত্তি না চেয়ে শুধু চাইলেন, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য। সূচনা হলো এক অন্য নরেন্দ্রনাথের। ছবি- নিজস্ব
বিলের ভূমিকায় আগে অভিনয় করতে দেখা গিয়েছিল শিশু অভিনেতা সাফল্য দেবনাথকে। এবার বিলে থেকে নরেনের ভূমিকায় দর্শক দেখতে পাবেন অধিরাজ গঙ্গোপাধ্যায়কে। মা ভুবনেশ্বরী দেবীর ভূমিকায় অভিনয় করছেন কন্যাকুমারী চন্দ এবং বিশ্বনাথ দত্তের ভূমিকায় তীর্থ মল্লিক। ছবি- নিজস্ব
'আকাশ আট'-এ 'জগজ্জননী মা সারদা' ধারাবাহিকের সাফল্যের পরই স্বামীজীর জীবন নিয়ে তৈরি এই ধারাবাহিক সম্প্রচারের কথা ভাবা হয়। পরিচালনার দায়িত্ব পান সুশান্ত বসু। এই ধারাবাহিকের সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রাকেশ ঘোষ। ছবি- নিজস্ব
বর্তমানে আকাশ আটে সন্ধে ৭টার সময় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক যুগনায়ক 'স্বামী বিবেকানন্দ'। ছবি- নিজস্ব
- - - - - - - - - Advertisement - - - - - - - - -