Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Bengali Serial Update: ছোটপর্দায় ফিরেই 'অহংকারী' ওম, শ্রাবণের সঙ্গে কেমন হবে রসায়ন?
সময় বদলাচ্ছে, বদলাচ্ছে গল্প বলার ধারাও। সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছে এখন, আর সেই গল্পই নিয়ে আসছে নতুন ধারাবাহিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'লাভ-বিয়ে-আজকাল' (Love Biye Aaj Kaal)। যীশু সেনগুপ্ত (Jissu Sengupta) ও নীলাঞ্জনা সেনগুপ্তের (Nilanjana Sengupta)-র প্রযোজনায় ধারাবাহিকে প্রত্যাবর্তন করছেন ওম সাহানি (Om Sahani)।
এই গল্পের এক বিয়ের ঘটনার কথা তুলে ধরা হবে, যা চুক্তিভিত্তিক। ধারাবাহিকের নায়ক-নায়িকার মধ্যে বিয়ে হবে ঠিকই, কিন্তু প্রেম কি হবে?
কার্যত দুই গোলার্ধের দুই মানুষের কী আদৌ একসঙ্গে থাকা সম্ভব? সেই উত্তর খুঁজবে এই ধারাবাহিকের গল্প।
এই ধারাবাহিকে ওমের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মৌমিতা সরকারকে। ছোটপর্দায় এই প্রথম জুটি বাঁধছেন এই দুই অভিনেতা অভিনেত্রী।
সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে পাওয়া যাচ্ছে চরিত্রদের আঁচ। ওমকে এখানে দেখা যাবে, একজন ধনী, দাম্ভিক বার-মালিকের চরিত্রে। ধারাবাহিকে তাঁর নাম ওম প্রকাশ ঘোষ।
অন্যদিকে মৌমিতাকে দেখা যাবে বারের নতুন গায়িকার চরিত্রে। তাঁর চরিত্রের নাম শ্রাবণ।
শ্রাবণের গান শুনে মুগ্ধ হয়ে বেশি টাকা দিয়ে গান গাওয়ার অফার দেয় ওম। কিন্তু সেই টাকা প্রত্যাখ্যান করে চলে যায় শ্রাবণ। কীভাবে তাঁদের মধ্যে রসায়ন জমবে, সেই গল্প নিয়েই ধারাবাহিক এগিয়ে যাবে।
আপাতত 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকটার প্রযোজনা করছেন যিশু ও নীলাঞ্জনা। এর আগে 'ঝুমুর'-এর মতো সফর ধারাবাহিক পরিচালনা করেছেন তাঁরা।
ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে কাজ করে ফেলেছেন ওম। এই ধারাবাহিকের হাত ধরে তিনি আবার ছোটপর্দায় ফিরছেন। তাঁর এই কামব্যাক কতটা সাফল্য পায়, সেই উত্তর দেবে সময়। ২৮ অগাস্ট থেকে, রাত সাড়ে ৮টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -