Bengali Serial: কৌশিক-সোমুর ধারাবাহিকে যুক্ত হচ্ছেন প্রসেনজিৎ.. জানেন কীভাবে?
দীর্ঘদিন বাদে ছোটপর্দার প্রযোজনায় ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শেষবার ধারাবাহিক 'কনকাঞ্জলি' প্রযোজনা করেছিলেন তিনি, ১২ বছর পরে ফের সেই ভূমিকাতেই ফিরলেন অভিনেতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজি বাংলায় ধারাবাহিক 'আলোর কোলে' (Alor Kole)-র প্রযোজনা দায়িত্বে রয়েছেন বুম্বাদার প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন।
এদিক সাংবাদিক সম্মেলনে এসে কার্যত সবাইকে চমকেই দিয়েছিলেন প্রসেনজিৎ। তিনি অবশ্য প্রযোজক কথায় বিশ্বাসী নন।
প্রসেনজিতের মতে, ভাল কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য যেমন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর জরুরি, তেমনই জরুরি একজন প্রযোজক। সেই ভাবনা থেকেই ধারাবাহিক 'আলোর কোলে' নিয়ে আসছেন প্রসেনজিতের প্রযোজনা সংস্থা।
এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন কৌশিক রায় (Kaushik Roy), সুকৃতি মজুমদার (Swikriti Majumder), ,সোমু সরকার (Somu Sarkar), অনন্যা দাস (Ananya Das) ও আরও এক খুদে, রিষিতা নন্দী (Rishita Nandi)।
এই ধারাবাহিক ধরে রাখবে গল্প.. টিরআরপি নয়, এমনটাই বিশ্বাস প্রসেনজিৎ-এর। অন্যদিকে, প্রসেনজিৎ বলছেন, '১২ বছর আমি কোনও শো-করেনি। কেন করিনি তা নিয়ে প্রশ্ন করবেন না। এমনিই করা হয়নি, তেমন কোনও কারণ নেই। ছবি প্রযোজনার কাজ করেছি সেই সময়ে। '
প্রসেনজিৎ বলছেন, ' এই গল্পটি আমায় আকৃষ্ট করেছিল। মুম্বই বসে এই ধারাবাহিকের গল্পটা শুনেছিলাম আর তারপরেই মনে ধরে যায়। আমার টিমকে কথা বলতে বলি। সব মিলিয়ে একটি পরিকল্পনা চলছিলই, তবে শো-এর সময়টা এগিয়ে আসে। তাতে টিমের ওপর একটু চাপ পড়লেও আমি খুশি।' ২৭ নভেম্বর থেকে জি বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের হাত ধরেই ফের মুখ্যচরিত্রে ফিরছেন সোমু। এর আগে 'গোধূলি আলাপ' (Godhuli Alap) ধারাবাহিকে দেখা গিয়েছিল সোমুকে।
অন্যদিকে, প্রসেনজিতের প্রযোজনায় ইতিমধ্যেই কাজও করে ফেলেছেন কৌশিক। এই ধারাবাহিকের নায়ক নায়িকাদের নিয়ে বেশ আশাবাদী প্রসেনজিৎ। তিনি এদিন সাংবাদিক সম্মেলনেও বলেন সেই কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -