Bengali Web Series: 'শ্বেতকালী'-র রহস্য সমাধানে ঐন্দ্রিলা, সাহেব, সৌরভেরা, ২৪ ফেব্রুয়ারী আসছে নতুন ওয়েব সিরিজ
ওয়েব সিরিজে পা রাখছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। আগামী ২৪ ফেব্রুয়ারি জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ওয়েব সিরিজ শ্বেতকালী (Swetkali)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঐন্দ্রিলা ছাড়াও এই সিরিজে রয়েছেন সাহেব ভট্টাচার্য্য (Shaheb Bhattacharya), সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty), দেবলীনা কুমার (Devleena Kumar) অরিন্দম গঙ্গোপাধ্যায় (Arindam Ganguly) ও অন্যান্যরা।
এই গল্পের শুরু উর্বি ও পলাশের সম্পর্কের মধ্যে দিয়ে। ছোটবেলার দুই বন্ধুর সম্পর্ক গড়ায় প্রেমে এবং অবশেষে বিয়েতে। উর্বি ও পলাশ তাদের এনগেজমেন্টের অনুষ্ঠান করার জন্য বেছে নেয় একটি বাড়িকে।
এই বাড়ি পলাশেরই বড় ভাই অরুণাভর কেনা। বাড়িটি ভেঙে একটি হোটেল তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁরা। সেই বাড়িতেই শুধুমাত্র পরিবারের মানুষজনকে নিয়ে বিয়ে সারতে চায় উর্বি ও পলাশ।
সবাই বাড়িতে আসার পরেই হঠাৎ সেখান থেকে উদ্ধার হয় একটি কালীমূর্তি। তার রঙ সাদা।
গ্রামের মানুষেরা উর্বি ও পলাশের পরিবারকে উপদেশ দেয়, ৩ দিনের একটি পুজোর আয়োজন করার। সেই পুজোয় নাকি পশুবলি দিতে হয়। কিন্তু সে নিয়মে বেঁকে বসে পশুপ্রেমী উর্বি।
তার নিজের একটি পোষ্য কুকুর রয়েছে। তার নাম গোগোল। পশুবলি ছাড়া বাকি সমস্ত আয়োজন করেই পুজো শুরু হয়। কিন্তু প্রথম রাতের পুজোর পরেই রহস্যজনকভাবে মারা যায় পোষ্য গোগোল। তার মৃতদেহের জীভ কাটা।
গ্রামের মানুষেরা বলেন, পশুবলির নিয়ম মানা হয়নি বলেই শ্বেতকালী গোগোলের প্রাণ নিয়েছেন। কিন্তু পরের রাতে পরিবারের আরও একজন রহস্যজনকভাবে মারা যান
পুজো অসমাপ্ত রেখেই বাড়ি ছেড়ে চলে যেতে চায় উর্বি ও পলাশের পরিবার। কিন্তু গ্রামের মানুষেরা তাদের বাধা দেয়। তাদের বিশ্বাস, এই পুজো শেষ না করে যাওয়া চলে না। গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে।
তৃতীয়দিনের পুজোর রাতে মৃত্যুরহস্যের সমাধান করতে যায় উর্বি নিজেই। তারপর? উত্তর মিলবে সিরিজের গল্পে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -