Bengali Web Series: কলকাতার বুকে তনিকার প্রেমের স্মৃতি আঁকড়ে বাঁচতে চাইছেন সৌম্য!
ফের পরিচালনায় সমদর্শী দত্ত (Samadarshi Dutta)। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে বছরের শেষেই মুক্তি পাবে তাঁর নতুন ওয়েব সিরিজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন ওয়েব সিরিজের নাম 'ইতি মেমোরিজ' (Iti Memories)। সিরিজের মুখ্যভূমিকায় অভিনয় করছেন 'প্রেম টেম'-এর পাবলো অর্থাৎ সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তার বিপরীতে দেখা যাবে তনিকা বসুকে (Tanika Basu)
এই সিরিজ তৈরি হবে এক স্মৃতিকে কেন্দ্র করে। ভালবাসার মানুষের হারিয়ে যাওয়া এবং তার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাওয়ার অদ্ভুত সুন্দর এক প্রেমের গল্প বলবে এই সিরিজ।
এটির প্রযোজনা করছে 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস'। দুর্ঘটনায় প্রেমিকার হারিয়ে যাওয়া, এরপর তার রেখে যাওয়া কিছু ভিডিও, মেমোরি কার্ড ও ভ্লগকে সঙ্গী করেই যেন কলকাতাকে নতুন চোখে দেখতে শুরু করে তার প্রেমিক।
এর আগে, গতবছর এই প্ল্যাটফর্মের জন্যই একটি ওয়েব সিরিজ বানিয়েছিলেন সমদর্শী। সিরিজের নাম ছিল ‘গাঙ্গুলিজ ওয়েড গুহজ’। সাত পর্বের সিরিজে ছিল পারিবারিক গল্প। আর এই সিরিজে এক প্রেমের গল্প বলবেন সমদর্শী।
সিরিজে সৌম্যর চরিত্রের নাম মল্লার ও তনিকার চরিত্রের নাম আহেরি। ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে কলকাতায়।
অন্যদিকে এর আগে একাধিক সিনেমা ও ছবিতে অভিনয় করেছেন সৌম্য। টলিউডের নতুন প্রজন্মের নায়কদের মধ্যে খুব পরিচিত মুখ তিনি। নতুন ওয়েব সিরিজে তাঁর অভিনয় দেখার অপেক্ষায় দর্শকেরা।
সদ্যই মুক্তি পেয়েছে এই সিরিজের পোস্টার। ছবিতে দেখা যাচ্ছে ২টো হাত। পিছনে আবছা ভিক্টোরিয়া।
দুটো হাত কিন্তু একে অপরকে ধরে নেই। ছেড়ে রয়েছে। হারিয়ে যাওয়ার মধ্যেও যে প্রেম, তাকেই তুলে ধরবে এই সিরিজ।
সৌম্য তনিকা ছাড়াও সিরিজে দেখা যাবেঅভিজিৎ দত্ত, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার ও অন্যান্যদের
- - - - - - - - - Advertisement - - - - - - - - -