Bhai Dooj: ইউভানের সঙ্গে খুনসুটি, জিৎ-কে ভাইফোঁটা, কেমন কাটল শুভশ্রীর উৎসবের দিনটা?
আজকের দিনটা ভাই-বোনেদের। টলিউড জুড়ে সাজো সাজো রব। তারকারা সবাই আজ সময় কাটাবেন, আনন্দ করছেন তাঁদের ভাই বোনেদের সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। লোকজন দেখে খুশি ইউভান।
প্রত্যেক বছরই এই দিনটা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-র বাড়িতে ফোঁটা নিতে আসেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। বাদ গেল না এই বছরটাও।
সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেখানে খুশি দেখাচ্ছে ইউভানকে। মায়ের কাছে বসে খুশিতে উচ্ছসিত খুদে।
আরবানার আবাসনে রাজ-শুভশ্রীর আস্তানায় আয়োজন করা হয়েছে ভাইফোঁটার। হাজির রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র বোনেরা।
অন্যদিকে লাল কাজ করা কুর্তিতে হাজির শুভশ্রীও। একরত্তি ইউভানের সঙ্গে কখনও তিনি খেলায় মেতে উঠছেন, কখনও আবার তাকেই বসিয়ে দিচ্ছেন ফোঁটা নেওয়ার আসনে।
এখনও ভাইফোঁটা নেওয়ার বয়স হয়নি ইউভানের। তবুও মায়ের সঙ্গে আনন্দের সঙ্গী খুদে।
লাল পাঞ্জাবিতে হাজির 'দাদা' জিৎ-ও। ফোঁটা নিলেন শুভশ্রীর থেকে। বাকি ভাইদেরও ফোঁটা দেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবিও শেয়ার করে নিয়েছেন তিনি।
অন্যদিকে আজ সাদা পাঞ্জাবিতে সেজেছিল খুদে ইউভানও। বাড়িতে এত লোকজন দেখে দিব্য়ি খুশি সে। হাসিতে মুখ ভরিয়ে দিব্যি ক্যামেরাও পোজও দিল খুদে। চলল মায়ের সঙ্গে খুনসুটিও।
পরিবারের সবার সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রীও। ছিল দেদার খাওয়া দাওয়ার আয়োজনও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -