OnePlus 11 Vs iQoo 11, এই দুই ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন
ওয়ানপ্লাস ১১ ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকতে পারে বলে শোনা গিয়েছে। সেখানে ২কে রেজোলিউশন পেতে পারেন ইউজাররা। অন্যদিকে আইকিউওও ১১ ফোনে থাকতে পারে ফ্ল্যাট ডিসপ্লে। তবে এখানেও ২কে রেজোলিউশন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ানপ্লাস ১১ ফোনে একটি ৬.৭ ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে, আইকিউওও ১১ ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির E6 AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ।
ওয়ানপ্লাস ১১ এবং আইকিউওও ১১- এই দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।
এছাড়াও ওয়ানপ্লাস ১১ ফোনে ৪৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং ৩২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। অন্যদিকে আইকিউওও ১১ ফোনে ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর ও একটি ১২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে।
ওয়ানপ্লাস এবং আইকিউওও সংস্থার আসন্ন দুই ফোনেই একটি করে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাসের নতুন ফোন।
অন্যদিকে আইকিউওও ১১ ফোনে থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৮ এবং ১২ জিবি র্যাম ও ১২৮, ২৫৬ এবং ৫১২ জিবি স্টোরেজ।
চিনে শাওমির সাব-ব্র্যান্ড রেডমির নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে। উল্লেখ্য, রেডমি নোট ১২ সিরিজে লঞ্চ হতে পারে রেডমি ১২ প্রো, রেডমি নোট ১২ প্রো প্লাস এবং রেডমি নোট ১২ এক্সপ্লোরার এডিশন।
এই ‘এক্সপ্লোরার এডিশন’ মডেলে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে যেখানে ১০ মিনিটেরও কম সময়ে মাত্র ৯ মিনিটে পুরো চার্জ হবে বলে দাবি করেছে রেডমি সংস্থা।
অক্টোবরের শেষে এবং নভেম্বর মাসের শুরুর মধ্যে চিনে একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। তার মধ্যে অন্যতম ওয়ানপ্লাস ১১। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের সাকসেসর হিসেবে এই নতুন মডেল লঞ্চ করা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -