Bharti Singh Birthday: খেলাধুলোয় ভারতীর দক্ষতা জানলে অবাক লাগবে, রইল অজানা অনেক তথ্য
ভারতী সিংহ
1/10
আজ জন্মদিন ছোট পর্দার জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিংহের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' নামের কমেডি শো দিয়ে কমেডিয়ান হিসেবে প্রথমবার দেখা যায় ভারতী সিংহকে। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
3/10
কমেডিয়ান হিসেবে একাধিক শো সঞ্চালনা করেছেন ভারতী। তাঁর কৌতুক অভিনয়ে দর্শক এতটাই মুগ্ধ হন যে খুব অল্প দিনের মধ্যেই তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে যায়।
4/10
একটি পার্কে খেলার সময়ে প্রথমবার ভারতীকে দেখেন আর এক জনপ্রিয় কৌতুক অভিনেতা সুদেশ লাহিড়ি। তিনিই ভারতীকে প্রথমবার কাজের প্রস্তাব দেন।
5/10
'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ'-এ অংশ নেওয়ার জন্য ভারতীকে রাজি করান কপিল শর্মা। এই শোয়ের পর জীবন বদলে যায় তাঁর।
6/10
শুধু বলিউডেই নয়, অন্যান্য ভাষার ছবিতেও অভিনয় করেছেন ভারতী সিং। তাঁকে হিন্দি ছবির পাশাপাশি পঞ্জাবি এবং কন্নড় ছবিতেও দেখা যায়।
7/10
কেবলমাত্র কমেডিতেই দক্ষ নন ভারতী। খেলাধুলোতেও তিনি দারুণ পারদর্শী। জানা যায়, তীরন্দাজি এবং পিস্তল শ্যুটিংয়ের সোনার পদক পান তিনি।
8/10
মাত্র ২ বছর বয়সেই বাবাকে হারান ভারতী সিংহ। তাঁর এক ভাই ও এক বোন রয়েছে।
9/10
চলতি বছরের জন্মদিন ভারতী সিংহের জীবনে একটু বেশিই স্পেশাল। কারণ, কিছুদিন আগেই মা হয়েছেন তিনি।
10/10
ভারতী সিংহের কমেডি এতটাই জনপ্রিয় হয় যে, তাঁকে কমেডি কুইন বলা হয়ে থাকে। ভারতীকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 03 Jul 2022 07:20 AM (IST)