Bhediya: প্রথম গানেই চমক, বরুণ-কৃতির জুটির রসায়নে ভর করে সাফল্য পাবে 'ভেড়িয়া'?

Bhediya: ভেড়িয়া ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন অমর কৌশিক। এই ছবির গল্প অরুণাচল প্রদেশের কিংবদন্তিদের দ্বারা অনুপ্রাণিত, যেখানে ছবিটির শ্যুটিংও করা হয়েছে

প্রথম গানেই চমক, বরুণ-কৃতির জুটির রসায়নে ভর করে সাফল্য পাবে 'ভেড়িয়া'?

1/10
গানের তাল, ছন্দ যেন ফের মনে করিয়ে দিল 'পরম সুন্দরী'-গানের কথা। মুক্তি পেল 'ভেড়িয়া' ছবির প্রথম গান 'ঠুমকেশ্বরী'
2/10
এই গানের কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য (Ganesh Acharya)। এই ছবির প্রচারেই আজ মুম্বইতে হাজির হয়েছিলেন বরুণ ধবন ও কৃতি শ্যানন।
3/10
সেখানে এসে কৃতিকে কোলে তুলে নিলেন বরুণ। প্রিয় নায়ক নায়িকাকে দেখে উচ্ছসিত অনুরাগীরাও।
4/10
এই গান সম্পর্কে ছবির নায়ক বরুণ ধবন (Varun Dhawan) বলেছেন, 'ঠুমকেশ্বরী' এমন একটা গান, যেটা প্রত্যেককে নাচের ফ্লোরে নিয়ে আসতে বাধ্য করবে।'
5/10
বরুণ আরও বলছেন, 'এই গানের সুরের সঙ্গে নাচ করে ভীষণ মজা লেগেছে আমার। গানের কথাগুলোও মজার, মনে ধরে। আশা করি অনুরাগীরা এই গানের সঙ্গে নাচ করাটা বেশ উপভোগ করবে।'
6/10
এই গানে একটি বিশেষ উপস্থিতি রয়েছে শ্রদ্ধা কপূরেরও (Shraddha Kapoor)। বরুণ ধবনের সঙ্গে পা মেলাতে দেখা গেল শ্রুতিকেও।
7/10
এই গান সম্পর্কে শ্রুতি বলছেন, ''ঠুমকেশ্বরী'-র শ্যুটিং করে ভীষণ ভাল লেগেছে আমার। অনেকদিন পরে বরুণের সঙ্গে স্ক্রিনশেয়ার করেছি আমি। ভীষণভাবে মনে থাকবে এই শ্যুটিংটা।'
8/10
আকাশি শাড়িতে সেজেছিলেন কৃতি, সাদা বুক খোলা শেরওয়ানিতে সেজেছিলেন বরুণ ধবন।
9/10
'ভেড়িয়া' ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন অমর কৌশিক। এই ছবির গল্প অরুণাচল প্রদেশের কিংবদন্তিদের দ্বারা অনুপ্রাণিত, যেখানে ছবিটির শ্যুটিংও করা হয়েছে। গত মাসে ছবির টিজারও শেয়ার করেছিলেন বরুণ।
10/10
এই ছবির হাত ধরে দ্বিতীয়বার বড়পর্দায় জুটি বাঁধছেন বরুণ ধবন ও কৃতী শ্যানন। এর আগে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল 'দিলওয়ালে' ছবিতে। এছাড়া বরুণ ধবনের 'কলঙ্ক' ছবিতেও দেখা গিয়েছিল কৃতীকে।
Sponsored Links by Taboola