Bhool Bhulaiya 3: বাইক চালালেন হাওড়া ব্রিজে, কলকাতায় 'ভুল ভুলাইয়া ৩'-এর শ্যুটিংয়ে কোন লুকে ধরা দিলেন কার্তিক ?
'ভুল ভুলাইয়া ৩' ছবির শ্যুটিংয়ের জন্য আবার কলকাতায় এলেন রুহ বাবা ওরফে কার্তিক আরিয়ান। বিমানবন্দরে পা রাখতেই তাঁকে ঘিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। মঙ্গলবার সকালেই শহরে এসে শ্যুটিং সেরে নিলেন কার্তিক আরিয়ান। কয়েকদিন থাকবেন এই শহরে। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে 'ভুল ভুলাইয়া ৩' ছবির একটি বড় অংশের শ্যুটিং হবে এই কলকাতাতেই। তাঁর প্রথম ভাগের শ্যুটিং হল হাওড়া ব্রিজে। ছবি- পিটিআই
সোমবার কার্তিকের আগেই ছবির পরিচালক আনিস বাজমি শহরে আসেন এবং শ্যুটিং স্পট রেইকি করেন। ছবি- পিটিআই
মঙ্গলবার হাওড়া ব্রিজে পুরো কালো পোশাকে কালো বাইকে দেখা যায় কার্তিক আরিয়ানকে। কলকাতায় তিন চাকার পুরনো এই বাইক চালাতে দেখা যায় তাঁকে। ছবি- পিটিআই
বাইক চালানোর সময় কার্তিকের পরনে ছিল কালো শার্ট প্যান্ট এবং মাথায় কালো ব্যান্ডানা। যদিও তিনি একা ছিলেন না বাইকে। ছবি- পিটিআই
এক সুন্দরী মহিলাকে দেখা যায় বাইকে কার্তিকের পাশে। এই মহিলার নাম প্রান্তিকা দাস। তিনি পেশায় একজন মডেল। ছবি- পিটিআই
মিকা সিংয়ের 'স্বয়ম্বর মিকা দি ভোটি' মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল এই প্রান্তিকাকে। ফলে আন্দাজ করাই যায় এই ছবিতেও কোনও বড় ভূমিকায় থাকবেন তিনি। ছবি- পিটিআই
এই বছরের শুরু থেকেই এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। আর এবার গোটা টিম এসে গিয়েছে কলকাতায়। ছবি- পিটিআই
এখানে দিন তিনেকের শ্যুটিং হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ছবির একটি ভৌতিক দৃশ্য কলকাতার কবরস্থানে নাকি শ্যুটিং করা হবে। ছবি- পিটিআই
'ভুল ভুলাইয়া ৩' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে বিদ্যা বালনকে। আবারও মঞ্জুলিকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। তৃপ্তি দিমরিকেও দেখা যাবে এই ছবিতে। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -