Bhumi Pednekar: অভিনয় নিয়ে পড়তে গিয়ে জমেছিল ঋণের পাহাড়, শুরুতেই তিক্ত অভিজ্ঞতা ভূমি পেডনেকরের
এক সময় হুইসলিং উডস ইন্টারন্যাশন্যালে অভিনয় নিয়ে পড়াশোনা করতে চেয়েও শেষ অবধি সেই স্বপ্ন পূরণ হয়নি ভূমি পেডনেকরের। এদিকে জমে যায় ঋণের পাহাড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনয়ের ক্লাসগুলিতে অনুপস্থিত থাকার জন্য কড়া সিদ্ধান্ত নিয়েছিল ওই শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু শেষ অবধি আশার আলো দেখতে পান অভিনেত্রী।
তিক্ত অভিজ্ঞতার দেড় বছর পর তিনি যশরাজ ফিল্মসে সহকারী পরিচালকের সুযোগ পান। এবং পড়াশোনার জন্য নেওয়া ঋণের অর্থ ফেরৎ দিতে সক্ষম হন।
তিনি এই কোম্পানিতে প্রায় ৬ বছর শানু শর্মার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।
আর এরপরেই ভূমির জীবনে আসে, সেই সুবর্ণ সুযোগ। যার জন্য তাঁকে এখন সবাই এক নামে চেনে।
যশরাজ ফিল্মসের সঙ্গে তিন তিনটি ছবি নিয়ে তাঁর চুক্তি হয়। ২০১৫ সালে দম লগাকে হইশা ছবি দিয়ে ভূমির বলিউড অভিষেক হয়।
সব থেকে বড় কথা এই ছবির চরিত্রের জন্য ঠিক যেমন অভিনেত্রীর প্রয়োজন ছিল, তা অনেকাংশের মিলে যায়। যদিও চরিত্রের প্রয়োজনের তিনি অতিরিক্ত ওজন বাড়িয়েছিলেন ভূমি পেডনেকর।
ব্যাস এই ছবির পর আর ফিরে দেখতে হয়নি ভূমিকে। বলিউডের এই ছবিটি রীতিমত সাড়া ফেলেছিল। আর তেমন হিট হয়েছিল এই ছবির গান।
সব মিলিয়ে পড়াশোনার সময়টা খারাপ গেলেও পরে তা ভরাট করে নেন এই অভিনেত্রী। এই মুহূর্তে প্রথম সারির আর দশ জনের মধ্যেই তাঁর নামও উচ্চারিত হয়।
যদিও এই মুহূর্তে ভূমির পরবর্তী ছবি নিয়ে অপেক্ষায় ভক্তরা। তার উপর এই মাসের শেষেই এই অভিনেত্রীর জন্মদিন। তাই সব মিলিয়ে জুলাইয়ে ফোকাসে ভূমি পেডনেকর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -