Arti Singh on Vaccination: করোনা টিকা নিতে গিয়ে ‘ওভারঅ্যাক্টিং’! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড আরতি সিংহ

Arti Singh on Vaccination

1/8
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আরতি সিংহ মুম্বইয়ের একটি টিকাদান কেন্দ্রে মঙ্গলবার করোনা টিকা নিলেন। অভিনেত্রীকে শেষবার বিগ বস ১৩-এ দেখা গিয়েছে। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম-আরতি সিংহ)
2/8
করোনা টিকা নেওয়ার ছবি অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবিগুলিতে তাঁকে ইঞ্জেকশনের সূচ দেখে ভয় পেতে দেখা যাচ্ছে। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম-আরতি সিংহ)
3/8
আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই নেটিজেনদের একাংশ আরতি সিংহকে কটাক্ষ করেন। তাঁদের কেউ কেউ উপহাস করে বলছেন, ট্যাটু আঁকতে ভয় করে না, ইঞ্জেকশনে ভয়!(ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম-আরতি সিংহ)
4/8
আরতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ইঞ্জেকশনে তাঁর আতঙ্কের কথা জানান। ছবিতে দেখা যাচ্ছে যে, নার্স তাঁকে সাহস যোগাচ্ছেন। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম-আরতি সিংহ)
5/8
আর একটি ভিডিওতে অভিনেত্রীকে ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে দেখা যাচ্ছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তিনি অতিনাটকীয় আচরণ করছেন বলে নেটিজেনদের একাংশ তাঁকে ট্রোল করে।(ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম-আরতি সিংহ)
6/8
অনেক ইউজারই মন্তব্য করেন, হাতে তো ট্যাটু রয়েছে। তাহলে ভ্যাকসিন নিতে গিয়ে এ ধরনের ভয় কেন। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম-আরতি সিংহ)
7/8
এক সোশ্যাল মিডিয়া ইউজার লেখেন, ট্যাটু আঁকার সময় ব্যাথা হয়নি..ওভারঅ্যাক্টিং করছেন কেন। আর একজনের কটাক্ষ, আরতি ইঞ্জেকশনই তো নিয়েছিলেন, কুকুর তো কামড়ায়নি। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম-আরতি সিংহ)
8/8
( সমস্ত ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
Sponsored Links by Taboola