Bigg Boss 16: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে বিরাট কোহলি, একনজরে তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি 'বিগ বস' প্রতিযোগী আব্দু রজিক
১৯ বছর বয়সী ইন্টারনেট সেনসেশন আব্দু রজিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাঁর সঙ্গে ছবি নেই এমন কোনও তারকা নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে বিরাট কোহলি। সকলের সঙ্গে ছবি রয়েছে তাঁর।
সেই আব্দু রজিকই চলতি বছরের 'বিগ বস'-এ প্রতিযোগী হয়ে এসেছেন। শুধু তাই নয়, দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসাও পাচ্ছেন।
কিন্তু নমিনেটেড না হয়েও কী কারণে আব্দু বেরিয়ে গেলেন। তা নিয়ে উঠে আসছে নানা কারণ।
প্রথমে শোনা গিয়েছিল, স্বাস্থ্য সংক্রান্ত নানা কারণেই বেরিয়ে গিয়েছেন তিনি। কিন্তু শেষ সম্প্রচারিত এপিসোডে জানা গিয়েছে, একটি জীবন বদলে দেওয়া প্রোজেক্টে কাজ করার সুযোগ পেয়েছেন আব্দু।
আর সেই কারণেই 'বিগ বস'-এর ঘর থেকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে তাঁকে। তিনি ফের এই রিয়েলিটি শোয়ে ফিরে আসবেন।
তবে, তিনি অতিথি হিসেবে ফেরত আসবেন নাকি প্রতিযোগী হিসেবে, তা ঠিক করবেন ঘরের অন্যান্য প্রতিযোগীরাই।
তাজাকিস্তানের এই ইন্টারনেট সেনসেশন (Internet Sensation) 'বিগ বস'-এর ঘরে সকলের ভালোবাসা জিতে নিয়েছেন।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে 'বিগ বস'-এর (Bigg Boss) ঘর থেকে বেরনোর জন্য নমিনেটেড ছিলেন সাজিদ খান, শিব ঠাকরে, টিনা দত্ত এবং শালিন ভানোত।
দর্শকেরা মনে করেছিলেন, এবার হয়তো বড় কোনও নাম বাদ পড়তে চলেছে জনপ্রিয় এই রিয়েলিটি শো থেকে। কিন্তু সপ্তাহের শুরুতেই জানিয়ে দেওয়া হয় যে, ভোটিং লাইন এই সপ্তাহে বন্ধ রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -