Bigg Boss 17: শেষ হল 'বিগ বস ১৭', সেরার শিরোপা পেলেন মুনাওয়ার ফারুকি
শেষ হল 'বিগ বস ১৭' ('Bigg Boss 17' Grand Finale)। নাটকীয়তা, আবেগ ও অপ্রত্যাশিত ট্যুইস্টে ভরপুর, সলমন খান সঞ্চালিত অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে পর্ব ছিল নজরকাড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাড্ডাহাড্ডি লড়াই শেষে সেরার শিরোপা পেলেন মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)। পেলেন ৫০ লক্ষ টাকা নগদ পুরস্কার।
নানা কারণে বারবার শিরোনামে উঠে এসেছে এই অনুষ্ঠানের ১৭তম সিজন। ২৮ জানুয়ারি ছিল এই শোয়ের গ্র্যান্ড ফিনালে পর্ব। টপ ৫ প্রতিযোগীর মধ্যে ছিলেন অঙ্কিতা লোখাণ্ডে, মুনাওয়ার ফারুকি, মান্নারা চোপড়া, অভিষেক কুমার ও অরুণ মাহশেট্টি।
বলিউড অভিনেতা সলমন খান সঞ্চালিত এই অনুষ্ঠানের শেষ পর্ব ছিল বৈদ্যুতিক। ছিল একাধিক দুর্দান্ত পারফর্ম্যান্স, অজস্র নস্ট্যালজিক মুহূর্ত। সর্বশেষ শোডাউনের জন্য তৈরি ছিলেন প্রত্যেক প্রতিযোগীও, আবহাওয়া ছিল উত্তেজনায় পরিপূর্ণ।
অনুষ্ঠানের টানটান শেষ মুহূর্ত উপভোগ করতে হাজির ছিলেন প্রত্যেক প্রতিযোগীর পরিবার, বন্ধুবান্ধব এবং 'বিগ বস' হাউজের প্রাক্তন সদস্যরা, যার ফলে তাতে আবেগের ছোঁয়াও ছিল অবশ্যম্ভাবী।
৫ প্রতিযোগীর পরিবারের পাশাপাশি গোটা দেশ ছিল অপেক্ষায়। বহু প্রতীক্ষার পর সলমন খান চতুর্থ স্থানাধিকারীর নাম উল্লেখ করেন, অঙ্কিতা লোখাণ্ডে।
'বিগ বস'-এর অন্দরমহলে তখন উত্তেজনা আরও বাড়ছে। এরপর তৃতীয় স্থানাধিকারীর নাম ঘোষণা করা হয় মান্নারা চোপড়া, এবং দ্বিতীয় স্থানে অভিষেক কুমার।
সলমন খান অবশেষে ঘোষণা করেন 'বিগ বস ১৭'-এর বিজয়ীর নাম মুনাওয়ার ফারুকি। পেশায় স্ট্যান্ড আপ কমেডিয়ান, মুনাওয়ার তাঁর সহনশীলতা ও সৎ ব্যক্তিত্বের জন্য বিখ্যাত ছিলেন অনুষ্ঠানে।
বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর আবেগঘন হয়ে পড়েন তিনি। মুনাওয়ার ফারুকির জয় কেবল তিনি বা তাঁর অনুরাগীরা উদযাপন করেছেন তাইই নয়, গোটা বিগ বস পরিবার একসঙ্গে উদযাপন করেন।
'বিগ বস ১৭' ফিনালের মঞ্চ থেকে প্রথম বেরিয়ে যান হায়দরাবাদের ইউটিউবার ও গেমার অরুণ মাহশেট্টি। আপাতত শেষ হল 'বিগ বস'-এর ১৭তম মরশুম, তবে এই অনুষ্ঠানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা থেকে আন্দাজ করাই যায় ফের হাজির হবে 'বিগ বস', অপেক্ষা কেবল নির্মাতাদের ঘোষণার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -